এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গের প্রভাবশালী তৃণমূল নেতা প্রয়াত! বিধানসভার লক্ষ্যে বড়সড় পদক্ষেপ হেভিওয়েট বিধায়কের

উত্তরবঙ্গের প্রভাবশালী তৃণমূল নেতা প্রয়াত! বিধানসভার লক্ষ্যে বড়সড় পদক্ষেপ হেভিওয়েট বিধায়কের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচন উপলক্ষে দলের সাংগঠনিক ভিত্তিকে মজবুত করতে শাসকদল ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এমনই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে দেখা গেল গতকাল বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকে।

গতকাল জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের সুলকাপারা অঞ্চলে শাসকদল তৃণমূল নিজেদের সাংগঠনিক কাজ সম্পন্ন করতে দলের দুটি অঞ্চল কমিটি গঠন করল। গতকাল বিকেলে নাগরাকাটার তৃণমূল পার্টি অফিসে একটি সাংবাদিক বৈঠক আয়োজন করে এ কথা জানালেন নাগরাকাটা তৃণমূল বিধায়ক সুকরা মুণ্ডা এবং তৃণমূলের নাগরাকাটা ব্লক সভাপতি মনোজ মুণ্ডা। বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হলো শাসকদলের সংগঠনে।

সাংগঠনিক পরিবর্তন ঘটিয়ে নাগরাকাটা ব্লকের তৃণমূল অঞ্চল সভাপতি করা হলো লতিফুল ইসলামকে। এর পূর্বেও তিনি একবার নাগরাকাটা ব্লকের শাসক দলের সভাপতির দায়িত্বে ছিলেন। অন্যদিকে গতকলা নাগরাকাটার তৃণমূল দলের অঞ্চল কমিটির সভাপতি করা হলো ধীরাজ রাইকে। অঞ্চল কমিটির চেয়ারম্যান করা হলো মহম্মদ গনিকে। সেইসঙ্গে নাগরাকাটা ব্লক এর তৃণমূল দলের কার্যকরী সভাপতি করা হলো ভগবান দাস ওঁরাওকে। তৃণমূল দলের নাগরাকাটা অঞ্চল কমিটির চেয়ারম্যান করা হলো জীবনলাল ওঁরাওকেকে এবং নাগরাকাটা ব্লক অঞ্চলের কার্যকরী সভাপতি হলেন দীনু ওঁরাওকে।

এভাবে আগামী নির্বাচন উপলক্ষে দলের সাংগঠনিক ভিত্তিকে মজবুত করতে সারা রাজ্যব্যাপী শাসকদলের ব্লক ও জেলা স্তরে রদবদলের যে কাজ চলছে, তারই ছায়া দেখতে পাওয়া গেল গতকাল নাগরাকাটা তৃণমূল সংগঠনে। এ প্রসঙ্গে নাগরাকাটা তৃণমূল বিধায়ক সুকরা মুণ্ডা বলেছেন, ” সুলকাপাড়া অঞ্চলে এদিন কমিটি গঠন করা হয়েছে। আমরা সাংগঠনিক কাজকে আরও মসৃণভাবে চালাতে সুলকাপাড়াকে ভেঙে নাগরাকাটা ও সুলকাপাড়া অঞ্চল কমিটি করেছি। এদিন নয়া কমিটির পদাধিকারীদের নাম জানিয়ে দেওয়া হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে গত বুধবার গভীর রাতে ফালাকাটা ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান চঞ্চল অধিকারী অধিকারীর মৃত্যু হলো। ৬২ বছর বয়স্ক বর্ষীয়ান নেতা চঞ্চল অধিকারী উপপ্রধান ছাড়াও শাসকদল তৃণমূল এর ফালাকাটা ২ অঞ্চল সভাপতিও ছিলেন।

স্থানীয় সংবাদ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন চঞ্চল বাবু। সে সময় তাঁকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ও চিকিৎসাধীন করা হয়েছিল। তারপর মাত্র একদিন পরেই গত বুধবার গভীর রাতে মৃত্যু হয় চঞ্চল বাবুর। চঞ্চল বাবুর পরিবারে তার স্ত্রী ও পুত্র-কন্যা রয়েছেন।

বৃহস্পতিবার পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতি চঞ্চল বাবুকে শেষ শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে তার প্রাণহীন দেহ ফালাকাটা ব্লক তৃণমূল পার্টি অফিস, তৃণমূল অঞ্চল অফিস, ফালাকাটা ২ গ্রাম পঞ্চায়েত অফিসে নিয়ে আসা হয়েছিল। সেখানে তৃণমূল দলের বহু সদস্য তাঁকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর ফালাকাটা শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে ফালাকাটা ব্লক কমিটির তৃণমূলের সাধারণ সম্পাদক সুভাষ রায় বলেছেন, ” চঞ্চলবাবুর মৃত্যুতে ফালাকাটা বিধানসভার উপনির্বাচনের আগে অপূরণীয় ক্ষতি হল।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!