এখন পড়ছেন
হোম > রাজ্য > নির্বাচনের দিন প্রিসাইডিং অফিসারের গুলি খাওয়ার ‘গুজব’ রটিয়ে সিআইডি জালে সেলিম পূত্র

নির্বাচনের দিন প্রিসাইডিং অফিসারের গুলি খাওয়ার ‘গুজব’ রটিয়ে সিআইডি জালে সেলিম পূত্র

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো এবং বিভ্রান্তিমূলক খবর ছড়ানোর অভিযোগে সিআইডির তরফ থেকে এফআইআর দায়ের করা হল সিপিএম সংসদ মহম্মদ সেলিমের ছেলে রাসেল আজিজের বিরুদ্ধে। দাবীতে সিআইডি দফতর জানিয়েছে যে পঞ্চায়েত ভোটের দিন  উওর দিনাজপুরের রায়গঞ্জে প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর রাসেন সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাতে লেখা ছিল, ভোট বুথের ভিতর গুলি করে হত্যা করা হয় রাজকুমার রায় কে। তারপর ওই নিখোঁজ ব্যক্তি ক্ষতবিক্ষত দেহ রেল লাইনের ধার থেকে উদ্ধার করে পুলিশ। একথা সামনে আসার পর পোস্টটি ডিলিট করে সেলিম পুত্র। কিন্তু ততক্ষণে পোস্টটি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। তার জেরে তৈরি হয় বিতর্ক। এই বিতর্কের জন্যেই রাসেল দৃষ্টি আকর্ষণ করলো রাজ্য গোয়েন্দা বিভাগের। হেফাজতে নেওয়া হল তাকে। এদিন তাকে জেরা করার জন্য ভবানি ভবনে ডেকে পাঠানো হল রাসেলকে সিআইডি দফতর থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!