এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নির্বাচনে বড়সড ধাক্কা খেল বিজেপি, খুশির হাওয়া তৃণমূল শিবিরে

নির্বাচনে বড়সড ধাক্কা খেল বিজেপি, খুশির হাওয়া তৃণমূল শিবিরে

গত লোকসভা নির্বাচনে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবশ্রী চৌধুরী। বাংলায় যে দুইজন সাংসদ কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম দেবশ্রী চৌধুরী। কিন্তু সেই উত্তর দিনাজপুর জেলাতেই সবকটি বুথে সাংগঠনিক নির্বাচন করতে পারল না ভারতীয় জনতা পার্টি। যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে উত্তর দিনাজপুর জেলা রাজনীতি অন্দরে।

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, 11 ই সেপ্টেম্বর থেকে সাংগঠনিক নির্বাচন শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির। স্তরে স্তরে বুথ কমিটি থেকে শুরু করে মন্ডল কমিটি এবং তার পরে জেলা কমিটির নির্বাচন হবে। যার মধ্যে 30 সেপ্টেম্বর পর্যন্ত বুথ কমিটিগুলির নির্বাচন হওয়ার কথা ছিল। বিজেপির সাংগঠনিক সংবিধান অনুযায়ী যেখানে 25 জনের কম সদস্য থাকবে, সেই বুথে নির্বাচন হবে না। আর সেই মোতাবেক উত্তর দিনাজপুর জেলার 2076 টি বুথের মধ্যে মোটে 1621 টি বুথে নির্বাচন হয়েছে।

হিসাব অনুযায়ী, এখনও 454 টি বুথে নির্বাচন করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। কাজেই বলাই যায়, ওই বুথগুলোতে বিজেপির সদস্য সংখ্যা 25 জনের কম রয়েছে। অথবা সদস্য সংখ্যা একেবারেই নগণ্য। ইতিমধ্যেই সেই বুথগুলিতে নির্বাচনের জন্য রাজ্য কমিটির কাছে সময়সীমা বৃদ্ধি করার জন্য অনুরোধ জানানো হয়েছে ভারপ্রাপ্ত কমিটির পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নির্মল দাম বলেন, “দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান শেষ হওয়ার পরই সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল। বুথ কমিটির নির্বাচনগুলি ইতিমধ্যে শেষ হয়েছে। তবে বেশ কিছু এলাকায় প্রয়োজনের তুলনায় সদস্য সংখ্যা কম থাকায় নির্বাচন করা যায়নি। তবে জেলায় এমন কোনো বুথ নেই যেখানে আমাদের কর্মী নেই।”

আবার এই ব্যাপারে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নেতা কমল দেবনাথ জানিয়েছেন, যেহেতু নির্বাচন প্রক্রিয়া শুরুর পরে কয়েকদিন অতি বৃষ্টিপাত হয়েছে, সেই কারণে নির্দিষ্ট সময়ে বুথ কমিটির নির্বাচন সম্ভব হয়নি। কিন্তু উত্তর দিনাজপুরের মত জেলা, যেখানে বিজেপি তার নিজেদের সদস্য সংখ্যা চার লক্ষেরও বেশি বলে দাবি করে এসেছে, সেই জেলাতে বুথ কমিটির নির্বাচন সব জায়গাতে না করতে পারা বিজেপির কাছে অত্যন্ত অস্বস্তিকর বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

কিন্তু যেহেতু বাংলা রাজনীতিতে বিজেপি বিরোধী দল, সেই কারণে দলের সদস্য হওয়া সত্ত্বেও অনেকেই প্রকাশ্যে বিজেপির সঙ্গে রাজনৈতিক সংসর্গ রাখতে পারছে না বলে মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। ইতিমধ্যেই বিজেপি নেতৃত্বদের তরফ থেকে জানানো হয়েছে, 11 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত বুথ কমিটির নির্বাচন শেষ করার নির্দেশ ছিল। এরপর 31 অক্টোবরের মধ্যে মণ্ডল কমিটির নির্বাচন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, বুথ কমিটির সভাপতিরা মণ্ডল কমিটির সভাপতি নির্বাচিত করবেন। আবার মন্ডল কমিটির সভাপতিরা পদাধিকার বলে জেলা কমিটির নির্বাচনে ভোট দিতে পারবেন।

জানা যাচ্ছে, আগামী 15 নভেম্বরের মধ্যে জেলার সাংগঠনিক নির্বাচনের পদাধিকারীদের কলকাতায় বিশেষ মিটিং রয়েছে। মনে করা হচ্ছে, ওই বৈঠকেই নির্বাচন না হওয়া এলাকায় পরবর্তী নির্বাচনের জন্য সময়সীমা বাড়িয়ে দেওয়ার আবেদন করা হতে পারে। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নিজেদের সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করা এখন ভারতীয় জনতা পার্টির কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ 2021 সালের বিধানসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টির কাছে সবচাইতে বড় লক্ষ্য।

তাই তার আগে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে শাসক দলকে চাপের মুখে না রাখতে পারলে আগামীদিনে বিজেপির জয়যাত্রা সম্ভব হবে না।তাই এরকম একটা পরিস্থিতিতে বুথ স্তরে নিজেদের সংগঠনকে মজবুত করা অত্যন্ত জরুরি। তাই সবকটি বুথেই নির্বাচন করানোটা বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

 

এদিকে বিজেপির এই অবস্থায় খুশির হাওয়া শাসক শিবিরে। এবার ফের তারা দাবি তুলতে শুরু করেছে যে, আগে থেকেই তারা বলছিলো যে রাজ্যে বিজেপি বলে কিছু নেই। এমনকি বিজেপি সদস্য সংগ্রহ নিয়েও যে দাবি তুলেছিল তা মিথ্যা। এর পিছনে তৃণমূলের ব্যাখ্যা যদি এত সদস্য থাকতো তাহলে নির্বাচন করতে পারলো না কেন? এই নিয়ে তৃণমূলের কঠাক্ষ শুধু বড় বড় বক্তৃতা দিয়েই বাংলা জয় করা যায়না। মানুষের পাশে থেকে কাজ করতে হয় যা তৃণমূল করে। তবে যায় হোক, এখন সাংগঠনিক ত্রুটি-বিচ্যুতি কাটিয়ে ভারতীয় জনতা পার্টি কি করে আগামীদিনে নিজেদের শক্তি বৃদ্ধি করতে পারে! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!