এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ইভিএম বদলানোর চেষ্টায় মমতা পুলিশ? গননার আগে বিজেপি কর্মীদের বড় বার্তা অগ্নিমিত্রার!

ইভিএম বদলানোর চেষ্টায় মমতা পুলিশ? গননার আগে বিজেপি কর্মীদের বড় বার্তা অগ্নিমিত্রার!


 

 

প্রিয়বন্ধু মিডিয়ার রিপোর্ট- তৃণমূল কংগ্রেস খুব ভালো মতই বুঝতে পেরেছে যে, এবার যেভাবে ভোট হচ্ছে, তাতে তাদের দফারফা হয়ে যাবে। তাই এখন স্ট্রং রুম যেখানে রয়েছে, সেখানে পুলিশকে কাজে লাগিয়ে ইভিএম বদল করার চেষ্টা করছে তারা। গতকাল এই অভিযোগেই সোচ্চার হয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। এমনকি রাত্রিবেলা হুগলির স্ট্রংরুমে গোটা বিষয়ে তদারকি করতে পৌঁছে গিয়েছিলেন সেখানকার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আর এবার ভিডিও বার্তায় মেদিনীপুরের বিজেপি কর্মীদের বড় নির্দেশ দিলেন অগ্নিমিত্রা পাল।

সূত্রের খবর, এদিন অগ্রিমিত্রা পাল মেদিনীপুরের বিজেপি কর্মীদের বড় বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, “সৌমিত্র খাঁয়ের ভিডিও দেখে আমি শিউরে উঠেছি। আসলে এরা তো চোরের দল। তৃণমূল করতে পারে না এমন কিছু নেই। তাই খড়্গপুরে যেখানে স্ট্রং রুম রয়েছে, সেখানে আমি সমস্ত বিজেপি কর্মীদের বলব, আপনারা ভালো করে স্ট্রং রুমকে সুরক্ষিত রাখুন। ভালো করে সেই জায়গা পাহারা দিন।”

অর্থাৎ দিকে দিকে এখন বিজেপি কর্মীরা কার্যত গণনা কেন্দ্র সুরক্ষিত রাখা নিয়েই চিন্তিত। কারণ তৃণমূল স্থানীয় প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বাচনের রায়কে বদল করে দেওয়ার শেষ চেষ্টা বেছে নিয়েছে। তাই তাকে বানচাল করতে বিজেপি কর্মীদের যে সদা সতর্ক থাকা জরুরি, তা স্পষ্ট করে দিলেন অগ্নিমিত্রাদেবী বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!