এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘দি আকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ – যাঁকে নিয়ে এতো বিতর্ক সেই প্রাক্তন প্রধানমন্ত্রী কী বললেন? 

‘দি আকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ – যাঁকে নিয়ে এতো বিতর্ক সেই প্রাক্তন প্রধানমন্ত্রী কী বললেন? 

দীর্ঘ ১০ বছরের প্রধানমন্ত্রীত্ব কালে তাকে বেশিরভাগ সময় মৌন থাকতেই দেখা গিয়েছে। প্রয়োজনের বেশি কথা কখনোই বলতে দেখা যায়নি তাকে। প্রধানমন্ত্রী থাকাকালীন ‘মৌনীবাবা’ নামেই বিরোধীমহলে বহুবার সমালোচিত হয়েছিলেন তিনি। কথা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী ডাঃ মনমোহন সিংয়ের।

সম্প্রতি তাঁর জীবনী অবলম্বনে তৈরি সিনেমা ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবির প্রথম ঝলক সামনে আসতেই বিতর্কের ঝড় বয়ে গিয়েছে রাজনৈতিকমহলে। ছবিতে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য রয়েছে এমনটা অভিযোগ তুলে যেমন কংগ্রেস ছবি বন্ধের হুমকি দিয়েছে,তেমনি বিজেপি আবার আসন্ন লোকসভা ভোটের মরশুমে এই ছবিটিকেই প্রচারের হাতিয়ার করেছে। কিন্তু যাকে নিয়ে এতো বিতর্ক সেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে এই বিতর্ক তেমন ভাবে স্পর্শ করতে পারেনি৷ তাঁর তরফ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। যা আবার নতুন করে বিতর্ককে উস্কে দিল।

মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন (২০০৪ – ২০০৮) পর্যন্ত তাঁর মিডিয়া উপদেষ্টা ছিলেন সঞ্জয় বারু। তাঁর বিতর্কিত বই ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-কে ভিত্তি করেই তৈরি হয়েছে সিনেমাটি। বৃহস্পতিবার ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পরই নজর কাড়ে রাজনৈতিকমহলের।

মুহূর্তেই ভাইরাল হয়ে যায় স্যোশাল মিডিয়ায়,প্রশংসা কুড়ায় সমালোচকমহলের। কিন্তু আপত্তি ওঠে কংগ্রেসের তরফ থেকে। ছবিটিতে মনমোহন সিং-এর দশ বছরের শাসনকালের বিভিন্ন বিষয়ে তাঁর অবস্থান,তাঁর ওপর সোনিয়ার প্রভাব, বিভিন্ন দুর্নীতি, রাহুল গান্ধীর মনোভাব ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ উল্লেখ রয়েছে।

তবে কংগ্রেসের দাবী ছবিটিতে বেশ কিছু তথ্য বিকৃত করে দেখানো হয়েছে। মহারাষ্ট্রের যুব কংগ্রেস সভাপতি সত্যজিৎ তাম্বে পাটিল দাবী করেছেন ছবি মুক্তির আগে তাঁদের ছবিটি দেখাতে হবে। প্রয়োজনে ছবির দৃশ্য বাদ দিতে হবে। নয়তো ছবি রিলিজ করতে দেওয়া হবে না। আর এ ব্যাপারে যেকোনো আইনি পদক্ষেপ নিতে তাঁরা প্রস্তুত এমনটাও হুঁসিয়ারী দেওয়া হয়েছে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যে ছবির ট্রেলার রিলিজ হওয়ার পর কংগ্রেসের এতো মাথাব্যাথা সে ব্যাপারে কোনো উচ্চবাচ্য করতে দেখা গেল না প্রাক্তন কংগ্রেস প্রধানমন্ত্রীকে। ছবির ট্রেলার মুক্তির পর ভারতীয় জাতীয় কংগ্রেসর ১৩৪ তম জন্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়েও এবারং স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রশ্নের উত্তর না দিয়েই চুপ করে থাকলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এটাই নজর কেড়েছে সমালোচকমহলের।

ছবিটির ট্রেলারটি শুরু হয়েছে একটি ডায়লগ দিয়ে। যেখানে বলা হয়েছে,মহাভারতে দুটি পরিবার ছিল। কিন্তু ভারতে তো একটি পরিবার। একটি পরিবারকে যে এখানে গান্ধী পরিবার বলা হয়েছে তা বুঝতে আর অসুবিধা হয়নি রাজনীতিসচেতন জনতার। তাহলে কি সেই পরিবারের চাপেই ফের বিতর্কিত প্রশ্নের জবাবে মৌন থাকলেন মনমোহন সিং,এই প্রশ্নকে কেন্দ্র করে তীব্র চর্চা শুরু হয়েছে রাজনৈতিকমহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!