এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “গাছে বেঁধে পেটাবেন” নির্বাচনের মুখে এ কোন হুমকি মমতার মন্ত্রীর !

 “গাছে বেঁধে পেটাবেন” নির্বাচনের মুখে এ কোন হুমকি মমতার মন্ত্রীর !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে প্রথম থেকেই দাবি করে আসছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু মনোনয়ন পর্বের প্রথম দিন থেকেই দিকে দিকে হামলা থেকে শুরু করে বিরোধী নেতা কর্মীদের মৃত্যু, সেই বক্তব্যকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আর এই পরিস্থিতিতে বিরোধীদের গাছে বেঁধে পেটানোর নিদান দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যাকে কেন্দ্র করে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে।

প্রসঙ্গত, এদিন একটি সভায় বক্তব্য রাখেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যেখানে কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে কটাক্ষ করেন তিনি। আর সেই সভাতেই রীতিমতো বিতর্কিত মন্তব্য করে বসেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী। যেখানে উদয়ন গুহ বলেন, “2019 সালে লোকসভা নির্বাচনে জেতার পর থেকে আপনারা সাংসদকে দেখেছেন! দেখতে পাননি। কিন্তু তার কয়েকজন সঙ্গী রয়েছে, যারা এখানে এসে অশান্তির সৃষ্টি করছে। তাই এরপর থেকে যদি তারা অশান্তির সৃষ্টি করতে আসে, তাদের গাছে বেঁধে পেটাতে হবে। বাংলার মাটিতে আমরা অশান্তি সৃষ্টি করতে দেব না।”

একাংশের প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন, শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে তৃণমূল কংগ্রেস। কিন্তু তার দলের বিধায়ক তথা হেভিওয়েট মন্ত্রী যেভাবে প্রকাশ্য সভা থেকে বিরোধী নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন, এটা কি আদৌ যুক্তি সঙ্গত! এর ফলে তো তৃণমূল কর্মীরা আরও প্রতিক্রিয়াশীল হয়ে পড়বে! আর তার ফলে যদি বিরোধী নেতা কর্মীদের বাড়িতে হামলা বা আক্রমণের মতো ঘটনা ঘটে, তাহলে কি তার দায় নেবে তৃণমূল নেতৃত্ব! ইতিমধ্যেই তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!