এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > গণমাধ্যমে বিজেপিকে তীব্র কটাক্ষ তৃণমূল সাংসদের

গণমাধ্যমে বিজেপিকে তীব্র কটাক্ষ তৃণমূল সাংসদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সাংবাদিক সম্মেলন থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। বেকারত্ব, বুলেট ট্রেন, স্মার্ট সিটি সহ একাধিক বিষয় নিয়ে কটাক্ষ করলেন তিনি বিজেপিকে। সেই সঙ্গে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।

গতকাল যুব দিবসের অনুষ্ঠান থেকে বিজেপিকে প্রবল কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষের জবাবে আজ দিলীপ ঘোষ জানিয়েছেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা কম। তিনি যা বলেন, তার উল্টোটাই হয়ে থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি জানিয়েছেন যে, কোলে চড়ে কখনোই রাজনীতি করা যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিলীপ ঘোষের কটাক্ষের জবাব দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা দিলীপ ঘোষের থেকে বেশি আছে। তিনি জানালেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার আক্রমণ ও কটাক্ষ করে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আক্রমণ করছেন বিজেপি নেতারা। তিনি জানালেন, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা না হলে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আনতে হলে রাজ্যের অনুমতি নিতে হয়। এ বিষয়ে দিলীপ ঘোষ যা বলেছেন, তা অবান্তর ও সংবিধান বিরোধী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর, কেন্দ্রীয় প্রকল্প স্মার্ট সিটি বিষয়েও তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি জানালেন স্মার্ট সিটি প্রকল্পের মাত্র ২৫ % কাজ এখনও পর্যন্ত হয়েছে। ৩৪ টি শহরে এর কোন কাজ করা হয়নি বলে তিনি অভিযোগ করলেন। তিনি জানালেন, গত ২০২০ সালের মধ্যে ১০০ টা স্মার্ট সিটি তৈরি হয়ে যাবার কথা ছিল। এখন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ২০২৩ সালের মধ্যে স্মার্ট সিটির কাজ শেষ হবে।

বুলেট ট্রেন বিষয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি জানান যে, আমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত বুলেট ট্রেনে ৩ বিলিয়ন ডলার নষ্ট করেছে কেন্দ্রীয় সরকার। কারণ, বন্দে ভারত এক্সপ্রেস দীর্ঘদিন হলো খারাপ হয়ে গেছে। তিনি জানালেন, এই বুলেট ট্রেনের রাস্তা তৈরিতে খরচ করা হয়েছে ১৮০ কোটি টাকা।

বেকারত্ব বিষয়েও কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি জানালেন যে, বেকারত্বের হার স্বাধীনতার পর এখন সর্বোচ্চ অবস্থায় পৌঁছে গেছে। তিনি জানান, গত ৬ বছরে প্রতিরক্ষাতে নতুন কোন প্রকল্প কেন্দ্র সরকার শুরু করেনি। চীনের সঙ্গে ৪৮ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি ঘটেছে ভারতের। এভাবেই সাংবাদিক সম্মেলনে বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ তৃণমূল সাংসদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!