এখন পড়ছেন
হোম > জাতীয় > গেরুয়া ঝড় তুলতে এবার শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে নামছেন স্বয়ং মহাগুরু

গেরুয়া ঝড় তুলতে এবার শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে নামছেন স্বয়ং মহাগুরু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়াই করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল কর্মীসভার পর আজ মনোনয়নপত্র জমা দিতে চলেছেন তিনি। আবার আজ নন্দীগ্রামে নির্বাচনি কার্যালয়ের উদ্বোধন করতে চলেছেন শুভেন্দু অধিকারী। আগামী ১২ ই মার্চ মনোনয়ন জমা দিতে চলেছেন তিনি। সেদিন থেকেই বিজেপির হয়ে প্রচারে নামতে চলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজেপি সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে থাকতে পারেন মিঠুন চক্রবর্তী। আবার, সেদিন থেকেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে নামতে পারেন তিনি।

আবার, সম্প্রতি হলদিয়ায় আসতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শুভেন্দু অধিকারীর সঙ্গে একমঞ্চে আসতে চলেছেন তিনি। তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন, তাঁর সঙ্গে থাকতে চলেছেন তিনিও। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের দিনে বিজেপিতে যোগদান করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেদিনই তিনি জানিয়েছিলেন যে, আগামী বিধানসভা নির্বাচনে ১২ ই মার্চ থেকে বিজেপির হয়ে প্রচারে অংশগ্রহণ করবেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেদিন তিনি যাচ্ছেন নন্দীগ্রামে। নন্দীগ্রামের প্রশাসনিক ভবনে শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র দাখিলের সময়, তাঁর সঙ্গে থাকার কথা অভিনেতার। আর এরপর থেকেই প্রচার শুরু করবেন অভিনেতা। যদিও, মিঠুন চক্রবর্তীর প্রচারের বিষয়ে রাজ্য বিজেপির পক্ষ থেকে এখনো সেভাবে কিছু জানানো হয়নি। গতকাল মঙ্গলবার নন্দীগ্রাম থেকে জোর প্রচার শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিজেপিও অতি শীঘ্র মিঠুন চক্রবর্তীকে প্রচারে নামাতে চলেছে।

এ প্রসঙ্গে জনৈক বিজেপি নেতা জানান, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে পরাস্ত করতে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করবে। তাই অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে সঙ্গে আরও অনেক বড় চমক অপেক্ষা করে আছে। অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দিয়ে সমগ্র রাজ্যে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তবে, একদিকে গ্রীষ্মের রোদ, অন্যদিকে অভিনেতার বয়স দুটি বিষয়ই ভাবাচ্ছে বিজেপিকে। ভোট প্রচারের কাজে অভিনেতাকে কিভাবে ব্যবহার করা যায়? তা নিয়ে চিন্তাভাবনা করছে বিজেপি। এ বিষয়ে বিশেষ পরিকল্পনাও করছে বিজেপি।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!