এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় আগামী তিন মাসের জন্য গ্রামন্নোনয়ন নিয়ে নিশ্চিন্ত!

রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় আগামী তিন মাসের জন্য গ্রামন্নোনয়ন নিয়ে নিশ্চিন্ত!

সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলার শুনানি পর্ব শেষ হয়ে গেলেও এখনও রায়দান হয়নি। যার জেরে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠনের কাজ স্থগিত হয়ে রয়েছে। এদিকে সমস্ত গ্রাম পঞ্চায়েত বোর্ডেরই কার্যকাল অতিক্রান্ত। তাই আর বিলম্ব না করেই রাজ্য সরকার এবার যে সমস্ত পঞ্চায়েত বোর্ড গঠন হচ্ছে না, সেখানে তত্ত্বাবধায়ক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়ে নিলো।

জানা যাচ্ছে রাজ্য ঐ সমস্ত পঞ্চায়েতে প্রশাসক নিয়োগ করেই পঞ্চায়েত পরিচালনা করবে।  মঙ্গলবার পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। আগামী তিন মাসের জন্যে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানা গিয়েছে। প্রশাসনিক কর্তাদের দিয়ে পঞ্চায়েত বোর্ড পরিচালনার ক্ষেত্রে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, জেলা পরিষদের দায়িত্ব পালন করবেন জেলাশাসক, মহকুমা শাসক পঞ্চায়েত সমিতি স্তরে দায়িত্ব পালন করবেন এবং গ্রাম পঞ্চায়েত স্তরে বিডিওরা দায়িত্ব পালন করবেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

শুধু তাই নয় সদ্য প্রকাশিত পঞ্চায়েত দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই সমস্ত প্রশাসনিক কর্তাদের হাতেই থাকবে অর্থ খরচের দায়িত্বও। এছাড়াও ঐ বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে রাজ্যের ১৬৩৮টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্যে চলতি মাসের ১৬ থেকে ২৯ তারিখ অবধি দিন ধার্য হয়েছে।  রাজ্যের ১২৩টি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হবে ৩১শে আগস্ট থেকে ৬ই সেপ্টেম্বরের মধ্যে। এবং আটটি জেলা পরিষদে বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হবে ১০ ই সেপ্টেম্বর থেকে ১৩ ই সেপ্টেম্বরের মধ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!