এখন পড়ছেন
হোম > জাতীয় > একনজরে গুজরাট ভোটগণনা – বিশেষ খবর – দুপুর ১২:৩০

একনজরে গুজরাট ভোটগণনা – বিশেষ খবর – দুপুর ১২:৩০


শেষ পাওয়া খবরে গুজরাটে
বিজেপি ২৮ টি আসনে জয়ী, ৭৪ টি আসনে এগিয়ে
কংগ্রেস ১৩ টি আসনে জয়ী, ৬৪ টি আসনে এগিয়ে
অন্যান্যরা ১ টি আসনে জয়ী, ২ টি আসনে এগিয়ে

শেষ পাওয়া খবরে হিমাচল প্রদেশে
বিজেপি ৫ টি আসনে জয়ী, ৩৫ টি আসনে এগিয়ে
কংগ্রেস ২ টি আসনে জয়ী, ২১ টি আসনে এগিয়ে
অন্যান্যরা ২ টি আসনে জয়ী, ৩ টি আসনে এগিয়ে

২০১৮ তে জনমোহিনী বাজেট হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা
গুজরাটের ফলের ভিত্তিতে নিফটি ২০০ পয়েন্ট নামল, শেয়ার বাজারও ৮০০ পয়েন্ট নামল
গুজরাটে যেই জিতুক আসলে জয়ী হলেন রাহুল গান্ধী ও কংগ্রেস: অশোক গেহলত
প্রধানমন্ত্রী লোকসভায় ঢোকার আগে ভিকট্রি সাইন দেখানোয় বিতর্ক শুরু
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গুজরাট ও হিমাচল দু জায়গাতেই সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানালেন
কংগ্রেস এখনো সরকার গোড়ার জন্য আশাবাদী, টুইটে জানালেন প্রিয়াঙ্কা গান্ধী

গুজরাটে বিজেপি বিধায়ক হিসাবে জয়ী হলেন
সুরাট পশ্চিম থেকে পুর্নেশ মোদী
নারানপুরা থেকে কৌশিক ভাই পটেল
নাভিসারি থেকে পীযূষ ভাই দেশাই
ভারুচ থেকে দুষ্মন্ত ভাই পটেল
ঘাটলদিয়া থেকে ভূপেন্দ্র ভাই পটেল
উম্বারগাওঁ থেকে রামানলাল পাটকার
ভালসাদ থেকে ভারত ভাই পটেল
গোন্দল থেকে গীতবা জাদেজা
পোরবন্দর থেকে বাবুভাই বোখড়িয়া
জ্ঞানদেবী থেকে নরেশ ভাই পটেল
মনিনগর থেকে সুরেশ ভাই পটেল
আসারও থেকে প্রদীপ ভাই পরমার
এলিসব্রিজ থেকে রাকেশ ভাই শাহ
আকোটা থেকে সীমাবেন মোহিলে
কার্জন থেকে সতীশ ভাই পটেল
কারঞ্জ থেকে ঘোগাড়ি প্রবীণ ভাই
লিমখেদা থেকে শৈলেশ ভাই ভাভর
বহাল থেকে ইন্দর সিং
জয়সিংপুর থেকে রবিন্দর কুমার

গুজরাটে কংগ্রেস বিধায়ক হিসাবে জয়ী হলেন
তালালা থেকে বরাদ ভগবান ভাই
লাঠি থেকে বিরাজ ভাই ঠুম্মার
দানিলিমডা থেকে শৈলেশ পারমার
উনা থেকে বংশ পাঞ্জা ভাই
সোজিত্রা থেকে পুনম ভাই পারমার
অঙ্কলা থেকে অমিত চাপড়া
জামালপুর-খাদিয়া থেকে ইমরান ইউসুফ ভাই
কাসুম্পটি থেকে অনিরুদ্ধ সিং

গুজরাটে অন্যান্য দলের বিধায়ক হিসাবে জয়ী হলেন
ভাদগম থেকে জিগনেশ মেভানি

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!