এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুখ্যমন্ত্রীর জন্মভিটেই তাঁর মা গায়ত্রীদেবীর নামে সংগ্রহশালা গড়ার উদ্যোগ

মুখ্যমন্ত্রীর জন্মভিটেই তাঁর মা গায়ত্রীদেবীর নামে সংগ্রহশালা গড়ার উদ্যোগ


প্রিয় ‘দিদি’ তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার একটু অন্যরকমভাবে সম্মানিত করতে চলেছেন ‘প্রিয় ভাই’ তথা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল। মুখ্যমন্ত্রীর জন্মভিটে চাকাইপুরে তাঁর মায়ের নামে সংগ্রহশালা গড়ার উদ্যোগ নিচ্ছে তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন সংস্থা ও বীরভূম জেলা পরিষদ বলে স্থানীয় সূত্রে খবর। যদিও এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি না মেলায় পুরো বিষয়টি থমকে রয়েছে বলে জানা গেছে।
রামপুরহাট থানার কুসুম্বা গ্রামের গায়ত্রী মুখোপাধ্যায়ের সঙ্গে স্থানীয় চাকাইপুর গ্রামের প্রমীলেশ্বর বন্দ্যোপাধ্যায়ের বিয়ে হয়, যাঁরাই হলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-বাবা। পরবর্তীকালে চাকরি সূত্রে প্রমীলেশ্বর বাবু ও গায়ত্রী দেবী কলকাতায় চলে যান। চাকাইপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িটি ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু ওই বাড়ির এলাকাটি স্থানীয় তৃণমূল কর্মীদের কাছে অত্যন্ত আবেগের জায়গা। আর তাই মুখ্যমন্ত্রীকে সম্মান জানাতে তাঁরা সেখানে গায়ত্রীদেবীর নামে সংগ্রহশালা ও আগের বাড়ির আদলে বাড়ি গড়ার পরিকল্পনা করেন। জেলা পরিষদের সভাধিপতি ও কৃষিমন্ত্রী তথা রামপুরহাট উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে এলাকাটি পরিদর্শন করে এসেছেন, পরিকল্পনাও প্রস্তুত। এবার মুখ্যমন্ত্রীর অনুমতি মিললেই বীরভূম জেলা রাজ্যবাসীকে আরো একটি দর্শনীয় স্থান উপহার দিতে পারবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!