বিরোধিতা ভুলে এবার কেন্দ্র সরকারের নির্দেশ মেনে নিলো মমতা সরকার জাতীয় রাজ্য January 5, 2018 মিড ডে মিলে আধার বাধ্যতামূলক, কেন্দ্রীয় সরকার এই নির্দেশ দেওয়ার পরেই এর বিরোধিতা করে সুর চড়াতে শুরু করেছিল রাজ্য সরকার। কিন্তু বর্তমানে সেই নির্দেশকেই মেনে নিয়ে কাজে নেমে পড়লো শাসকদল। তাই গোটা রাজ্যের সঙ্গে বর্ধমান জেলাতেও শুরু হয়েছে মিড ডে মিল এবং অঙ্গনওয়াড়ি শিশু শিক্ষাকেন্দ্রগুলিতে আধার সংযুক্তির কাজ। এবং নারী ও শিশু এবং সমাজকল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী শশী পাঁজা একথা স্বীকার করে নেন। পাশাপাশি আইসিডিএস সেণ্টার এবং হোমের আবাসিকদের আধার সংযুক্তির কাজ শুরু হয়েছে বলেও জানান। এদিন শশীদেবী এও জানান যে কি কারণে কেন্দ্র সরকার এই আধার সংযুক্তির নির্দেশ দিয়েছে তা তিনি জানেন না।কিন্তু কেন্দ্র সরকার যে বলেছে খাবার পাবে না শিশুরা তা কিন্তু হবে না। মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্র না দিলেও রাজ্য সরকার এই প্রকল্পে টাকা দেবে ও খাবারের ব্যাবস্থা করবে। যদিও এদিন তিনি পরিষ্কার করে দেন যে রাজ্য সরকারের তরফ থেকে এই আধার সংযুক্তিকরন করা হচ্ছে তা কেবলমাত্র যাতে বড় হয়ে বাচ্চারা কোনো অসুবিধায় না পড়ে তার জন্য তথ্য নথীভুক্ত। কিন্তু প্রশ্ন উঠেছে যে এতদিন রাজ্য সরকার এর বিরোধিতা করে এসেছেন। টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন গরীব, খেটে খাওয়া মানুষ, আমাদের প্রিয় শিশুদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে কেন? আর তার কয়েকমাসের মধ্যেই আবার আধার সংযুক্তিকরণ করা হচ্ছে। কারণ কি ? আপনার মতামত জানান -