এখন পড়ছেন
হোম > জাতীয় > গুজরাটের কোম্পানি ৮,১০০ কোটি টাকা ঋণ খেলাপি কথা প্রকাশ বাড়ছে জল্পনা

গুজরাটের কোম্পানি ৮,১০০ কোটি টাকা ঋণ খেলাপি কথা প্রকাশ বাড়ছে জল্পনা

গুজরাটের স্টার্লিং বার্থডে গোষ্ঠী মালিকদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ। তাদেরকে ফেরার আর্থিক অপরাধী বলে ঘোষণা তে আদালতের কাছে আবেদন জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আদি বিরুদ্ধে ঋন খেলাপি করার অভিযোগে অর্থ তছরূপ বিরোধী আইনের আওতায় বিশেষ আদালতে যান তদন্তকারী আধিকারিকেরা।

প্রচুর অর্থের ব্যাংক দুর্নীতি বা এই ধরণের অন্য কোন অপরাধে লাগাম পরানোর জন্য সম্প্রতি ইকোনমিক অফেন্ডার্স এ্যাক্ট এনেছে মোদি সরকার। আর তারই ৪ নং ধারা অনুযায়ী, স্টারলিং বায়োটিক গোষ্ঠীর নীতিন সন্দেসারা চেতন সান্দেসারা দীপ্তি সন্দেসারাও হিতেশ প্যাটেল এর বিরুদ্ধে আট হাজার একশো কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগ দায়ের করেছে ইডি। এবং তাদেরকে ফেরার আর্থিক অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

ইডির এক পদস্থ আধিকারিক জানান,”স্টারলিং বায়োটেক গোষ্ঠীর ওই চার প্রোমোটার ৮১০০ কোটি টাকার ঋণ খেলাপির মামলা থেকে বাঁচতে এই মুহূর্তে দেশ ছেড়ে পালিয়েছে। তারা বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণে ঋণ নিয়েছিলেন।”তাদেরকে ফেরার অপরাধী ঘোষণা করার পাশাপাশি দেশে ও বিদেশে স্টার্লিং বায়টেক কোম্পানির প্রায় ৭ হাজার কোটি টাকার দামের সম্পত্তি বাজেয়াপ্ত করার আর্জিও জানানো হয়েছে আদালতে। এরপর অভিযুক্তদের উদ্দেশ্যে একটি নোটিশ জারি করে আদালত। ইতিমধ্যে তাঁদের বিরুদ্ধে একটি চার্জশিটও পেশ করেছে ইডি

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!