এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গুন্ডাদের হাতেই রাজ্যের ভার? হেভিওয়েটের মন্তব্যে চরম বেকায়দায় তৃণমূল!

গুন্ডাদের হাতেই রাজ্যের ভার? হেভিওয়েটের মন্তব্যে চরম বেকায়দায় তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এই রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। প্রতিনিয়ত দুষ্কৃতীরা চ্যালেঞ্জ করছে পুলিশ প্রশাসনকে। আর সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় যখন গণপিটুনি থেকে শুরু করে আইন হাতে তুলে নেওয়ার মত ঘটনা ঘটছে, তখন দুষ্কৃতীরাজ বাড়ছে বলেই দাবি করছে বিরোধীরা। তবে শুধু দুষ্কৃতীদের সংখ্যা বৃদ্ধি পাওয়াই নয়, গোটা রাজ্যে গুন্ডাতে ভরে গিয়েছে এবং রাজ্য গুন্ডারা চালাচ্ছে বলেই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “গুন্ডাতে ভরে গেছে নয়। রাজ্য তো গুন্ডারাই চালাচ্ছে। আপনি দেখুন, যেখানে যেখানে তৃণমূলের নেতারা রয়েছে, তাদের মাথায় এক একজন গুন্ডা রয়েছেন। তারাই এই রাজ্য পরিচালনা করছে। ফলে যা হওয়ার তাই হচ্ছে।” অর্থাৎ শাসক দলের সঙ্গে দুষ্কৃতীরাজকে কার্যত মিলিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। স্পষ্ট ভাষায় অভিযোগ করলেন যে, তৃণমূলের দখল নিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। আর তারাই রাজ্য পরিচালনা করছে। ফলে আইনশৃঙ্খলা কার্যত প্রশ্নের মুখে। যার ফলে রীতিমত বেকায়দায় ঘাসফুল শিবির। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!