এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > হিরনের সঙ্গে চূড়ান্ত অসভ্যতা, রাজ্যে হিংসা নিয়ে কড়া পদক্ষেপের পথে বিজেপি নেতৃত্ব?

হিরনের সঙ্গে চূড়ান্ত অসভ্যতা, রাজ্যে হিংসা নিয়ে কড়া পদক্ষেপের পথে বিজেপি নেতৃত্ব?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  অভিনেতার যে এবার আর সাংসদ হওয়া হচ্ছে না, সেটা হয়ত তিনি বুঝতে পেরেছেন। সেই কারণে পর্দার আড়ালে থেকে নিজের দলের দুষ্কৃতীদের দিয়ে যেখানেই বিজেপি প্রার্থী হীরণ চট্টোপাধ্যায় যাচ্ছেন, সেখানেই তার সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করা হচ্ছে বলে অভিযোগ। তবে বারবার বিক্ষোভের মুখে পড়েও জায়গা ছাড়ছেন না হিরন চট্টোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে তার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, সকলেই যোগাযোগ রাখছেন। এমত পরিস্থিতিতে সেই হিরন চট্টোপাধ্যায় এমন একটি কথা বললেন, যার ফলে স্পষ্ট যে, রাজ্যে আজকের ভোটে যে হিংসা হচ্ছে এবং যেভাবে বিজেপি প্রার্থীদের হেনস্থা করা হচ্ছে, তার বিরুদ্ধে কড়া স্টেপ নিতে পারে বিজেপির শীর্ষ নেতৃত্ব।

সূত্রের খবর, দফায় দফায় হিরন চট্টোপাধ্যায়কে যেভাবে আজকে বিক্ষোভ দেখানো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তার সঙ্গে মাঝেমধ্যেই হোয়াটসঅ্যাপে কথোপকথন হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এমনকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আইটি সেলের প্রধান অমিত মালব্য নিজে হিরন চট্টোপাধ্যায়কে ফোন করে গোটা বিষয়টি নিয়ে খোঁজ খবর নিয়েছেন বলে খবর। এক্ষেত্রে তিনি একেবারে মাটি কামড়ে পড়ে থাকার বার্তা দিয়েছেন এই বিজেপি প্রার্থীকে হিরণ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে তেমনটাই প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে, বাংলায় এবার ভালো ফল নিয়ে বিজেপি যথেষ্ট আশাবাদী। তাই বিক্ষোভ হলেও কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব একেবারে মাটি কামড়ে পড়ে থাকার পরামর্শ দিয়েছেন বিজেপি প্রার্থীদের। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!