এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “নীরব বিপ্লব” ষষ্ঠ দফার ভোট নিয়ে বড় মন্তব্য শিশিরের! ধুয়ে সাফ তৃণমূল?

 “নীরব বিপ্লব” ষষ্ঠ দফার ভোট নিয়ে বড় মন্তব্য শিশিরের! ধুয়ে সাফ তৃণমূল?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-চলছে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা ভোটে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বড় মন্তব্য করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। রাজনীতিতে বহু উত্থান পতন দেখেছেন তিনি। আর এবারের ভোটপর্ব নিয়ে শিশির অধিকারীর মুখে শোনা গেল নীরব বিপ্লবের কথা।

সূত্রের খবর, এদিন মেদিনীপুরের ভোট নিয়ে বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারীকে একটি প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এ তো নীরব বিপ্লব হচ্ছে। প্রচুর মানুষ বেরিয়ে আসছেন, ভোট দিচ্ছেন। চোরেরা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই চোরদের বিরুদ্ধে ভোট হচ্ছে।”

অর্থাৎ রাজনীতিতে চুল পাকানো শিশিরবাবু মানুষের পালস বুঝেই এই রাজ্যের শাসক দল যে বিদায়ের মুখে দাঁড়িয়ে আছে, তা স্পষ্ট করে দিলেন। আর শিশির অধিকারীর মত ব্যক্তিত্ব যখন এই কথা বলছেন, তখন বুঝতে হবে, এবারের নির্বাচনে করুন পরিস্থিতি হবে তৃণমূল কংগ্রেসের। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!