এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিচারব্যবস্থার ওপর চরম আঘাত, ভুলের মাশুল গুনবে তৃণমূল? সোচ্চার অভিজিৎ!

বিচারব্যবস্থার ওপর চরম আঘাত, ভুলের মাশুল গুনবে তৃণমূল? সোচ্চার অভিজিৎ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তৃণমূলের নৈতিক শিক্ষা বলে কিছু নেই। এরা প্রতিমুহূর্তে বিচার ব্যবস্থা থেকে শুরু করে সাংবিধানিক ব্যবস্থাকে আক্রমণ করে। যেমন সন্দেশখালির পর শিক্ষা না নিয়ে ভূপতিনগরে আবার এনআইয়ের ওপর হামলা করা হয়েছে। যে ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। আর এই পরিস্থিতিতে তৃণমূলের এই অসভ্য আচরণ নিয়ে তাদের উদ্দেশ্যেই কটাক্ষ ছুঁড়ে দিলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত, এদিন এই বিষয় নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “তৃণমূলের কাছ থেকে তো এটাই আশা করা যায়‌। এরা তো প্রত্যেকটা সময় তাই করে। এনআইএকে তো তদন্তের নির্দেশ দিয়েছে বিচার ব্যবস্থা। তাহলে তো এটা আদালতের ওপর হামলা হয়ে গেল। এদের নৈতিক শিক্ষাদীক্ষা বলে তো কিছু নেই।” বলা বাহুল্য, যখনই তৃণমূলের বিরুদ্ধে কোনো রায় যায়, তখনই তৃণমূল বিচার ব্যবস্থা, এমনকি বিচারপতিদের আক্রমণ করতেও দুবার ভাবে না। তাই এদের সংস্কৃতি নিয়ে সত্যিই কথা বলতেও হয়ত লজ্জা লাগে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি হিসেবে তৃণমূলের এই জঘন্য রুচিবোধের সঙ্গে ওয়াকিবহাল জন্যেই তাদের একেবারে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন। আর এটা মুখের মত জবাব বলেই মনে করছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!