এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ব্যারাকপুরে আরও চাপে তৃণমূল? বিজেপির সঙ্গেই জনতা! প্রকাশ্যে নয়া চিত্র!

ব্যারাকপুরে আরও চাপে তৃণমূল? বিজেপির সঙ্গেই জনতা! প্রকাশ্যে নয়া চিত্র!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবার যে বিজেপির জয় নিশ্চিত, সেটা তৃণমূল কংগ্রেসও খুব ভালো মত করেই বুঝতে পেরেছেন। কারণ অর্জুন সিংহ যেদিকে, সেদিকেই ব্যারাকপুরের মানুষ প্রত্যেকবার সমর্থন করেন, এটা গতবারেও স্পষ্ট হয়ে গিয়েছে। আর এবার চাপে পড়ে বিজেপির ঘাড়ে দোষারোপ করলেও এবং অশান্তি ছড়ানোর অভিযোগ করলেও, তৃণমূলের বিরুদ্ধেই যে মানুষের জনমত রয়েছে, তা আরও স্পষ্ট হয়ে গেল। কিন্তু কেন এমনটা বলা হচ্ছে?

প্রসঙ্গত, এদিন ব্যারাকপুরের একটি জায়গায় তৃণমূলের জোড়াফুল আঁকা দেওয়াল লিখনের ওপরেই বিজেপির বেশ কিছু স্টিকার লাগিয়ে দিতে দেখা যায়। এখন কে বা কারা এই কাজ করেছে, তা হয়ত জানা যায়নি। তবে যে ব্যারাকপুরকে তৃণমূল নিজেদের শক্ত খাঁটি বলছে, সেখানে তৃণমূলের দেওয়াল লিখনের ওপরে বিজেপির এই ধরনের পোস্টার বুঝিয়ে দিচ্ছে যে, এখানকার মানুষ কিন্তু তৃণমূলের বিরুদ্ধেই রায় দিতে তৎপর।

যদিও বা রাজ্যের শাসক দলের পক্ষ থেকে গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। তবে নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই যে তৃণমূলের কাছে ব্যারাকপুর অত্যন্ত টাফ সিট হতে চলেছে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!