এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > রাখেননি কথা? নিজের এলাকাতেই তীব্র ক্ষোভের মুখে হেভিওয়েট তৃণমূল মন্ত্রী! পুলিশ করল উদ্ধার!

রাখেননি কথা? নিজের এলাকাতেই তীব্র ক্ষোভের মুখে হেভিওয়েট তৃণমূল মন্ত্রী! পুলিশ করল উদ্ধার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নানা সময় নানা মন্তব্য করে বিতর্কের শিরোনামে পড়তে দেখা গেছে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে। কিন্তু এবার নিজের এলাকাতেই সাধারন মানুষের বিক্ষোভের মুখে পড়লেন তিনি। যাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যায় যে, শেষ পর্যন্ত পুলিশ এসে উদ্ধার করে মন্ত্রীকে। কিন্তু কেন জনসাধারনের বিক্ষোভের মুখে পড়তে হল রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে? জানা গেছে, এদিন তুফানগঞ্জ 1 ব্লকের চিলাখানা দুই গ্রাম পঞ্চায়েতের দেওচড়াই মোড়ে 31 নম্বর জাতীয় সড়কে টোলপ্লাজা উদ্বোধন করতে যান মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

আর সেখানেই বেশকিছু মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের বক্তব্য, টোলপ্লাজা করার সময় তারা জমি দিয়েছিলেন। সেই সময় পরিবারপিছু একজনকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত তা দেওয়া হয়নি। তাই এদিন টোলপ্লাজায় উদ্বোধন করতে যাওয়ার সময় মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। যার ফলে রীতিমত অস্বস্তিতে পড়েন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। পরবর্তীতে তুফানগঞ্জ থানার পুলিশ এসে কোনোরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। যাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কিন্তু কেন আশ্বাস দেওয়ার পরেও এখানকার বাসিন্দাদের চাকরি দেওয়া হল না! যার কারণে বিক্ষোভের মুখে পড়তে হল তাকে? এদিন এই প্রসঙ্গে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “ওখানে যে কয়জন লোক নেওয়া হবে, তাদের মাধ্যমিক পাস হতে হবে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ এই বিষয়ে আগে মিটিং করেছে। যারা মাধ্যমিক উত্তীর্ণ, তাদের কাজ দেওয়া হয়েছে। কিন্তু এখন সকলকেই কাজে নেওয়ার দাবি উঠছে। এটা কি করে সম্ভব!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

টোলপ্লাজায় এত লোকের প্রয়োজন নেই। তারপরেও আমি এদিন সংশ্লিষ্ট এজেন্সিকে অনুরোধ করেছি, আরও দু’জনকে নিতে। তারা রাজি হয়েছে। কেউ উস্কানি দেওয়ার কারণে এমনটা হতে পারে। জানি সকলেরই চাকরি দরকার। কেন্দ্র সরকারের টোলপ্লাজা। তবুও আমি ওদের নিয়ে আলোচনায় বসব।” এদিকে এই বিষয়ে রবীন্দ্রনাথ ঘোষকে পাল্টা কটাক্ষ করেছে ভারতীয় জনতা পার্টি।

এদিন এই প্রসঙ্গে তুফানগঞ্জের বিজেপির সংযোজক সঞ্জয় চক্রবর্তী বলেন, “জমি নেওয়ার সময় মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, যাদের জমি নিচ্ছেন তাদের পরিবারের একজনের কর্মসংস্থান করে দেবেন। এখন সেখানে বাইরের লোক নেওয়া হচ্ছে। স্থানীয়রা কেউ সুযোগ পায়নি। এদিন মন্ত্রী উদ্বোধন করতে গেলে স্থানীয়রা বিক্ষোভ দেখান।” সব মিলিয়ে এবার টোলপ্লাজার উদ্বোধন করতে গিয়ে সাধারণের বিক্ষোভের মুখে পড়ে রীতিমত অস্বস্তিতে রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!