এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ইলামবাজারে ‘অশান্তির’ কথা পরোক্ষভাবে স্বীকার অনুব্রত সহ মন্ত্রী চন্দ্রনাথের

ইলামবাজারে ‘অশান্তির’ কথা পরোক্ষভাবে স্বীকার অনুব্রত সহ মন্ত্রী চন্দ্রনাথের

তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জনসমর্থন বাড়াতে এদিন ইলামবাজারে দলের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পরোক্ষ ভাবে স্বীকার করলেন দলে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিয়ে এদিন তিনি বলেন দলে নিজেদের মধ্যে মারামারি তিনি কিছুতেই বরদাস্ত করবেন না। এছাড়া আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েও তিনি বলেন যে সামনের পঞ্চায়েত নির্বাচনে সব কটা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে হবে। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, ইলামবাজারে নটা পঞ্চায়েতেই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতব। সাথে যোগ করেন, যদি কেউ বাড়াবাড়ি করে, যদি কেউ দুষ্টুমি করে, তা হলে ওষুধ তো আপনাদের জানা আছে। সেই ওষুধ দিয়ে দেবেন ভাল হয়ে যাবে।
এদিন অনুব্রত বাবুকে মুকুল রায়ের জেলায় দলের সংগঠনে ভাঙ্গন ধরানো প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আগে নিজের ছেলেকে নিজের দলে নিয়ে যান, তারপর অন্যদের নিয়ে যাবেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন মত্‍সমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, দলের জেলা সহ-সভাপতি অভিজিত্‍ সিংহ, ইলামবাজার ব্লক সভাপতি জাফারুল ইসলাম প্রমুখ। এদিন চন্দ্রনাথ সিংহ বলেন, ইলামবাজারের ঘটনাকে সমর্থন করি না। ঘটনার সঙ্গে যারা যুক্ত, আমরা প্রশাসনকে বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য। আপনাদের যা জিজ্ঞাস্য থাকে, প্রশ্ন থাকে আপনারা সরাসরি করতে পারেন। আমি আপনাদের কাছে প্রথম থেকেই একই কথা বলে আসছি। আমরা এলাকায় শান্তি চাই। আমার দুর্ভাগ্য যে পাঁচ বছরেও আমরা ইলামবাজারের কিছু কিছু জায়গায় শান্তি আনতে পারিনি। আবার এই মুহূর্তে আরও কিছু এলাকায় অশান্তির বাতাবরণ চলছে। আমরা আপনাদের সঙ্গে নিয়ে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে চাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!