এখন পড়ছেন
হোম > রাজ্য > অভিষেকের করা মানহানির মামলায় আগাম জামিন কি পেলেন মুকুল রায়?

অভিষেকের করা মানহানির মামলায় আগাম জামিন কি পেলেন মুকুল রায়?

রানি রাসমণি রোডে গত ১০ নভেম্বর বিজেপির সভায় বিশ্ববাংলা ও জাগো বাংলার মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুকুলবাবু। তিনি দাবি করেছিলেন বিশ্ববাংলা লোগোর মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটি কোনও সরকারি প্রতিষ্ঠান নয়। এর বক্তব্যের বিরোধিতা করে মুকুলবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন অভিষেকবাবু। এদিন ১ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সেই মামলায় আগাম জামিন পেলেন মুকুলবাবু। আজ ১২ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পূর্বা কুণ্ডুর এজলাসে মামলাটির শুনানি হয়।এই মামলার পরবর্তী শুনানি হবে ৩০ জানুয়ারি।যদিও এতকিছুর পরেও মুকুলবাবু বিশ্ববাংলার মালিকানা বিষয়ে যে অভিযোগ করেছিলেন তাতে অনড় রয়েছেন। তিনিআজ দাবি করেন কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে কাগজ এনে দেখিয়ে দেব বিশ্ববাংলার মালিকানা ছিল অভিষেক ব্যানার্জির। জাগোবাংলার ট্রেড মার্ক মালিকানা ছিল অভিষেক ব্যানার্জির।পাশাপাশি তিনি হলফনামাতেও দাবি করেছেন যা কিছু করেছেন সব মমতা ব্যানার্জির নির্দেশে করেছেন।
পাশাপাশি এই প্রশ্নও তুলেছেন যে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে বিশ্ব -বাংলা ওনার সৃষ্টি এবং উনি রাজ্য সরকারকে এটা দিয়েছেন ব্যবহার করার জন্য । কিন্তু, উনি যদি রাজ্য সরকারকেই দেন, তাহলে আবার অভিষেক ব্যানার্জি কি করে বলছেন মমতা ব্যানার্জির নির্দেশে উনি ট্রেড মার্ক আবেদন করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!