এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিশ্ববাংলা আইনি যুদ্ধে বড়সড় স্বস্তি মুকুল রায়ের

বিশ্ববাংলা আইনি যুদ্ধে বড়সড় স্বস্তি মুকুল রায়ের


গত ১০ নভেম্বর রানী রাসমণি রোডের দলীয় সভা থেকে নথি দেখিয়ে বিশ্ববাংলা নিয়ে ডায়মন্ড-হারবারের সাংসদ ও যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা মুকুল রায়। তিনি দাবি জানিয়েছিলেন, বিশ্ববাংলার মালিকানা সরকারের নয়, বিশ্ববাংলার লোগো ও স্বত্ত্ব দুটোই অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের। আর এর পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে প্রথমে আইনি নোটিশ পাঠান, পরে দু-দুটি মামলা করেন। প্রথমে আলিপুরদুয়ার আদালতে পরে ব্যাঙ্কশাল কোর্টে তিনি মুকুল রায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি।
এদিন কলকাতার নগর ও দায়রা আদালতে নিজে উপস্থিত হয়ে মুকুল রায় ওই মামলার বিরুদ্ধে দু-দুটি আর্জি জানান। তার একটি আদালত মঞ্জুর করলেও, অপরটি নাকচ হয়ে যায়। আজ কলকাতার নগর ও দায়রা আদালত বিশ্ববাংলা বিতর্ক নিয়ে মানহানির মামলায় মুকুল রায়ের আগাম জামিন মঞ্জুর করল। তবে, এদিন আদালতে উপস্থিত হয়ে এই মামলার পরিপ্রেক্ষিতে কিছু বলতে চান তিনি, তাঁর সেই আবেদন অবশ্য খারিজ করে দিয়েছে আদালত। প্রসঙ্গত, এর আগে অভিষেক বান্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে গত ১২ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মুকুল রায়। আর আজ সেই একই বিষয়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় আগাম জামিন পেয়ে কার্যতই স্বস্তিতে তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!