এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > ঊর্ধতন কর্তৃপক্ষের দুর্ব্যবহার ও অযৌক্তিক বদলির অভিযোগে উত্তাল জরুরি পরিষেবা দেওয়া বিভাগ – জানুন বিস্তারিত

ঊর্ধতন কর্তৃপক্ষের দুর্ব্যবহার ও অযৌক্তিক বদলির অভিযোগে উত্তাল জরুরি পরিষেবা দেওয়া বিভাগ – জানুন বিস্তারিত


যত দিন যাচ্ছে রাজ্যজুড়ে বিদ্যুৎ বণ্টন সংস্থার কর্মচারীদের ক্ষোভ যেন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এতদিন ছিল বেতন বা ছুটি নিয়ে চূড়ান্ত ক্ষোভ। আর এবার তার সঙ্গে যুক্ত হল – ঊর্ধতন কর্তৃপক্ষের দুর্ব্যবহার ও অযৌক্তিক বদলির অভিযোগ।

আর এই নতুন অভিযোগেই উত্তাল বিদ্যুৎ বণ্টন সংস্থার কাটোয়ার ডিভিশন। সেখানকার অফিসের কর্মীদের স্পষ্ট অভিযোগ, ডিভিশনাল ম্যানেজার প্রায়ই অফিসের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকি, সম্প্রতি এক বিভাগীয় প্রধানের অনুপস্থিতিতেই ওই বিভাগ থেকে কিছু কর্মীকে অন্য বিভাগে বদলি করে দেওয়া হয়েছে। এরকম নজির নাকি আরও আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এইসবের পরিপ্রেক্ষিতে, বিদ্যুৎ বণ্টনের মত একটি জরুরি পরিষেবা রীতিমত ব্যাহত হচ্ছে। যা নিয়ে বড়সড় আলোড়ন ছড়িয়েছে জেলা জুড়ে। প্রতিকার চেয়ে বণ্টন সংস্থার রিজিওনাল ম্যানেজারের দ্বারস্থ হয়েছেন কাটোয়া ডিভিশনাল ম্যানেজারের অফিসের কর্মীরা।

ঘটনা খতিয়ে দেখতে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন সংস্থার বর্ধমানের রিজিওনাল ম্যানেজার। যদিও, যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই ম্যানেজার এই সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন। কিন্তু, স্থানীয়দের বক্তব্য, হাজিরা নিয়ে কড়াকড়ি থেকে অফিসের কর্মীদের পারস্পরিক সংঘাত – সবমিলিয়ে চূড়ান্ত অশান্তির পরিবেশ। যার ফলে পরিষেবা প্রায় মাথায় উঠেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!