এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জামুরিয়াতে ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

জামুরিয়াতে ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ সপ্তম দফার নির্বাচনে ভোটগ্রহণ চলছে পশ্চিম বর্ধমানের জামুরিয়া কেন্দ্রে। জামুড়িয়ার মাঝিপাড়ার অন্তর্গত খোট্টাদিহি গ্রামে সাধারণ মানুষকে হুমকি ও মারধরের বিস্ফোরক অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বারবার হুমকি, মারধর ও সন্ত্রাসে জামুরিয়া এলাকায় থমথমে পরিবেসের সৃষ্টি হয়েছে। ভোটাররা ভোট দান করতেও ভয় পাচ্ছেন এই গ্রামে।

অভিযোগ উঠেছে, আদিবাসী অধ্যুষিত খোট্টাদিহি গ্রামের জনৈক তৃণমূল নেতা ও তাঁর লোকজন এসে মানুষকে বারবার ভয় দেখাচ্ছেন। হুমকি দেয়া হচ্ছে, ভোট দিলে দু তারিখের পর দেখে নেয়া হবে। বারবার মারধর ও সন্ত্রাসে বহু মানুষ ভোটদান না করে ভয়ে ঘরের ভেতরে চলে যাচ্ছেন। এলাকাজুড়ে এক থমথমে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গণমাধ্যমের সামনে একাধিক মহিলা অভিযোগ করেছেন যে, বহুকষ্টে তাঁরা ভোট দিয়েছেন। কিন্তু আক্রান্ত হয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা। তাঁরা কটাক্ষ করেছেন, মুখ্যমন্ত্রী বারবার মহিলাদের পাশে থাকার দাবি করেন, কিন্তু তাঁর দলের নেতারাই মারধর করেছেন তাঁদের। তাঁদের প্রশ্ন, মুখ্যমন্ত্রী একের পর এক শ্রীর কথা বলে থাকেন, কিন্তু এটা কোন ধরনের শ্রী? প্রশ্ন করেছেন তাঁরা।

শেষপর্যন্ত গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকাজুড়ে টহল দেয়। বহু স্থানে মানুষকে গিয়ে আশ্বস্ত করেছেন তাঁরা। তবে এখনো পর্যন্ত জামুড়িয়ার এই গ্রামে থমথমে পরিবেশ রয়েছে। ভোটাররা এখনো পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ভোট দান করতে পারছেন না এই গ্রামে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!