এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জেল খেটে গ্রামে ফিরতেই প্রভাবশালী তৃণমূল নেতার গোয়ালে বিস্ফোরণ! ক্রমশ বাড়ছে গ্রামবাসীর আতঙ্ক

জেল খেটে গ্রামে ফিরতেই প্রভাবশালী তৃণমূল নেতার গোয়ালে বিস্ফোরণ! ক্রমশ বাড়ছে গ্রামবাসীর আতঙ্ক

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবার বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পূর্ব বর্ধমান জেলার গলসি। গত মাসে গলসির আটপাড়ায় একটি শিশু শিক্ষা কেন্দ্রের পরিত্যক্ত শৌচাগারে বিরাট বিস্ফোরণ ঘটেছিল। এরপর গতকাল বৃহস্পতিবার ঢোলা গ্রামে এক ব্যক্তির গোয়ালঘরে বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণের কারণে শোরগোল পড়ে গেল সংশ্লিষ্ট এলাকায়। যে ব্যক্তির গোয়ালঘরে এই বিস্ফোরণ ঘটেছে, তিনি হলেন এলাকার জনৈক তৃণমূল কর্মী নজরুল শেখ ওরফে ডাবলু। বেশ কিছুদিন ধরেই জেলে বন্দী ছিলেন তিনি। অল্প কয়েকদিন আগেই জামিনে ছাড়া পেয়ে তিনি বাড়ি ফিরেছেন।

পূর্ব বর্ধমান জেলায় বারবার গোষ্ঠী কোন্দলের ঘটনা ঘটেছে শাসকদল তৃণমূলে। কখনো বালি খাদানের দখল নিয়ে, কখনো এলাকার দখল নিয়ে বারবার সংঘর্ষ বেধেছে তৃণমূলের বিভিন্ন গোষ্ঠীতে। বারবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও সংঘর্ষে অশান্ত হয়ে উঠেছে এই এলাকা বারে বারে। প্রসঙ্গত ঢোলা গ্রামে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে দীর্ঘ সময় ধরে চলছে তীব্র বিরোধ। পরস্পর বিবাদমান এই দুই গোষ্ঠীর মধ্যে এক গোষ্ঠীতে আছেন পঞ্চায়েতের উপপ্রধান হাকিম মল্লিক ও তার অনুগামীরা। অপর গোষ্ঠীতে রয়েছেন তৃণমূল নেতা হাফিজুল শেখ ও তার অনুগামীরা। প্রসঙ্গত, গত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হয়েছিলেন হাফিজুল শেখ, তিনি পরাজিত হয়েছিলেন হাকিম মল্লিকের কাছে। তৃণমূলের এই পক্ষের মধ্যে বারবার গোলমাল অশান্তি বেঁধেছে। একবার এক প্রাথমিক স্কুল চলাকালীন তার অদূরেই বিস্ফোরণ ঘটে।

গলসি গ্রামে বারবার গোষ্ঠী কোন্দল ঘটেছে। তৃণমূল সূত্র থেকে জানা গেছে যে, গলসি ১ ব্লকে সভাপতি বদলের পর থেকেই গ্রামে গ্রামে চলছে গোষ্ঠী সংঘর্ষ। কিছুদিন আগেই শিড়রাই পঞ্চায়েতের রামনগর গ্রামে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজি ঘটেছিল। সে সময় পুলিশ তল্লাশি চালিয়ে সেই গ্রাম থেকে ১৫ টি বোমা ও একটি মাস্কেট উদ্ধার করেছিল। এরপূর্বে লোয়া-রামগোপালপুরের রানাডি গ্রামে সংঘর্ষ ঘটেছিল। গত ২৬ সে সেপ্টেম্বর ধর্মপুর আটপাড়া-হাজরাপাড়া শিশু কেন্দ্রের একটি পরিত্যক্ত শৌচাগারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শৌচাগারের ভেঙে পড়েছিল, চাল উড়ে গিয়েছিল। মজুত করা বোমা ফেটে গিয়েই এমন ঘটনা ঘটে। এই ঘটনার তদন্তে নামে সিআইডি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল বিস্ফোরণ ঘটল নজরুল শেখের গোয়াল ঘরে। যিনি হাকিম মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত। বেশকিছু সংঘর্ষে তাঁর নামে অভিযোগ উঠেছিল। তিনি জেলবন্দিও ছিলেন। অল্প কিছুদিন আগেই তিনি জামিনে ছাড়া পান। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, তাঁর বাড়ির গোয়ালঘরে বোমা মজুত করা হয়েছিল। তবে বিস্ফোরনের তীব্রতা তেমন ছিল না, তাই তেমন কিছু ক্ষতি হয়নি। তবে, এই ঘটনার পর থেকে নজরুল শেখ ও তার পরিবারের সদস্যরা বেপাত্তা। পুলিশ তাদের খোঁজ করছে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায় যে, নজরুল শেখের এই গোয়ালঘরটি অনেকটাই নিচু। গোয়াল ঘরে কয়েকটি গরু, ছাগল বাধা রয়েছে। বিস্ফোরণের ফলে গোয়াল ঘরের মেঝেতে গর্তর সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বারুদের গন্ধে চারপাশ ভরে গেছে। কিন্তু এই চালাঘর বা গবাদিপশুর কোন ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে, এই বিস্ফোরণের শব্দ তীব্র ছিল না। একটা ট্রাকের টায়ার ফাটার মত শব্দ হয়েছিল। অন্যদিকে তৃণমূল নেতা হাকিম মল্লিককে এ বিষয়ে জানতে বারবার ফোন করা হলেও, তিনি ফোন ধরেননি। মেসেজ করা হলেও তার কোন জবাব দেননি তিনি। অন্যদিকে এ প্রসঙ্গে তৃণমূলের অপর নেতা হাফিজুর শেখ জানালেন যে, ঘটনার দিন সকালে তিনি গ্রামে ছিলেন না। তবে, ঘটনার বিষয়ে তিনি জেনেছেন। তিনি অভিযোগ করেছেন যে, দীর্ঘ সময় ধরে বোমা মজুত করা হয়েছিল।

অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে বর্ধমান সদর জেলা বিজেপি সভাপতি রমেন শর্মা অভিযোগ করেছেন যে, আগামী বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে বোমা মজুত করেছে শাসকদল তৃণমূল। এলাকায় সন্ত্রাস চালানোর পরিকল্পনা করছে তারা। যদিও এ প্রসঙ্গে গলসি ১ ব্লক তৃণমূল সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় জানালেন যে, সমাজবিরোধী কাজ কখনই তৃণমূল করে না। পুলিশকে তিনি জানিয়েছেন যে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!