এখন পড়ছেন
হোম > রাজ্য > জেলায় জেলায় রোদ মেঘের লুকোচুরি খেলা ! বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে , জেনে নিন

জেলায় জেলায় রোদ মেঘের লুকোচুরি খেলা ! বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে , জেনে নিন


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  সম্প্রতি উড়িষ্যায়  তৈরি হয়েছে একটি নিম্নচাপ রেখা, ফলে এই নিম্নচাপ রেখাকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেল আজ বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকম বৃষ্টির কোন প্রভাব নেই। মূলত এই নিম্নচাপ রেখাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্তে সকাল থেকে মেঘ ও রৌদ্রের লুকোচুরি খেলা চলছে সঙ্গে বইছে দমকা হাওয়া।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর দক্ষিণবঙ্গে এখনও দুর্বল মৌসুমী বায়ু আর এই দুর্বল মৌসুমী বায়ুর জন্য বৃষ্টির ঘাটতি  জুলাই মাসে এখনও পর্যন্ত সেভাবে বৃষ্টি হয়নি। আজও  দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই সেভাবে বৃষ্টির সম্ভবনা নেই। তবে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বাড়বে বৃষ্টির পরিমাণ এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে হাওয়া অফিস থেকে। তবে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করলেও কোনও প্রভাব বাংলায় পড়বে না কিন্তু আজ বৃহস্পতিবার উত্তাল হতে পারে সমুদ্র কাজেই মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাত্রা নিষেধাজ্ঞা জারি রয়েছে। সবই এখন দেখার বিষয় আগামী দক্ষিণবঙ্গের কবে থেকে মুষলধারে বৃষ্টি নামবে সেদিকে চেয়ে রয়েছে দক্ষিণবঙ্গের মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!