এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রশিক্ষণ নিয়েও হয়নি নিয়োগ অথচ অপ্রশিক্ষিতদের স্থায়ী নিয়োগ, বিক্ষোভে অনশন শুরু

প্রশিক্ষণ নিয়েও হয়নি নিয়োগ অথচ অপ্রশিক্ষিতদের স্থায়ী নিয়োগ, বিক্ষোভে অনশন শুরু

কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিতে আবারও অভিযুক্ত হল পশ্চিমবঙ্গ সরকার। অভিযোগ নির্দেশ মতো একবছর প্রশিক্ষণ নেওয়ার পরও নিয়োগ করা হয়নি। অথচ নতুন করে প্রশিক্ষণহীনদের স্থায়ীপদে নিয়োগ করা হয়েছে। মেদিনীপুরে কৃষি ভবনের সামনে মঙ্গলবার থেকে এই অভিযোগে ৫৭জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী অনশন শুরু করেছেন। পরদিনও তাঁরা একই ভাবে অনশন জারি রাখেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদেরও এদিন দফতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। বিকেল অবধি অপেক্ষা করার পর সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরা বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে অনশনরত যুবক-যুবতীরা আন্দোলন প্রত্যাহার করে নেন। যদিও জেলার কৃষি কর্তারা প্রশিক্ষণের সঙ্গে নিয়োগের কোনও সম্পর্কই নেই জানিয়ে দাবি করেছেন। এদিকে এই অনশন চলাকালীন সময়ে মঙ্গলবার রাতে জেলা বিজেপি সভাপতি সমিত দাস সেখানে উপস্থিত হন

এবং আন্দোলনকারীদের নৈতিক সমর্থন জানান। প্রসঙ্গতঃ জেলার কৃষী কর্তাদের বয়ান অনুসারে কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন দফতর থেকে বগত একবছর ধরে ৫৭জন ট্রেনিং নিয়েছিলেন। এজন্য তাঁরা প্রতিমাসে ২৭৫৮টাকা করে স্টাইপেন্ড পেয়েছেন।

কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবগতির জন্যেই মূলতঃ এই প্রশিক্ষণ বলে জানা গিয়েছে। কিন্তু এর সঙ্গে নিয়োগের কোনও সম্পর্ক নেই। এমনকি প্রশিক্ষণ নিলেই কাজ মিলবে এমন প্রতিশ্রুতিও কোথাও উল্লিখিত হয়নি। অন্যদিকে অনশনকারীদের পক্ষ থেকে চঞ্চল চক্রবর্তী বললেন, “আমরা প্রশিক্ষণ নিয়েছিলাম। আমাদের নিয়োগ না করে কেন অন্যদের নেওয়া হবে! তারই প্রতিবাদে আমরা অনশন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের নিয়োগের ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। “

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!