এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > “অপেক্ষাকৃত শান্তিপূর্ণ ভোট হয়েছে মুর্শিদাবাদে। কমিশন এবং বাহিনী ভালো কাজ করেছে।” – বক্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির

“অপেক্ষাকৃত শান্তিপূর্ণ ভোট হয়েছে মুর্শিদাবাদে। কমিশন এবং বাহিনী ভালো কাজ করেছে।” – বক্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল শেষ দফার নির্বাচনের দিনে একাধিক জেলার সঙ্গে ভোটগ্রহণ চলল মুর্শিদাবাদ জেলাতেও। গতকাল ভোট দানের পর কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের কাজকর্মের যথেষ্ট প্রশংসা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি জানালেন, মুর্শিদাবাদে অপেক্ষাকৃত শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী ভালো কাজ করেছে। তৃণমূল কংগ্রেস গত পঞ্চায়েত নির্বাচনের মতো এবারেও অশান্তি বাধাবার চেষ্টা করেছিল। কিন্তু কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের তৎপরতার ফলে তা করতে পারেনি তৃণমূল।

প্রসঙ্গত, ইতিপূর্বে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি অভিযোগ করেছিলেন, মুর্শিদাবাদ জেলায় নির্বাচনে জয়লাভ করতে একেবারে মরিয়া হয়ে উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল। ভোটে জয়লাভ করতে ভোটারদের নানারকম প্রলোভন দেখানোর অভিযোগ করেছিলেন তিনি তৃণমূলের বিরুদ্ধে। অধীর চৌধুরী জানিয়েছিলেন, মুর্শিদাবাদে কোটি কোটি টাকা খরচ করে ভোট কেনার চেষ্টা চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন জনসভা বাতিল করে দেওয়ার নির্দেশ দেবার পর তিন দিন মুর্শিদাবাদে এসে থেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে থেকে মুখ্যমন্ত্রী যে সমস্ত নির্দেশাবলী দিয়েছিলেন, তৃণমূলের স্থানীয় স্তরে নেতারা সেই মতো কাজ করেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত ভোটের আগে কোটি কোটি অর্থ ব্যয় করেছে তৃণমূল। তিনি অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী তৃণমূলের হার্মাদ বাহিনিকে মাঠে নামিয়ে ভোট লুট করার চেষ্টাও করেছিলেন।

আবার এর সঙ্গে সঙ্গেই সাম্প্রদায়িক রাজনীতির কৌশল খেলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের ভোট কিনতে টিভি, ফ্রিজ বিতরণ পর্যন্ত করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তবে এত কিছুর পরেও মুর্শিদাবাদে ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ হবার জন্য তিনি প্রশংসা করেছেন নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে। তাঁর এই প্রশংসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি। গতকাল মুর্শিদাবাদের কাশিমবাজারের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দান করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!