এখন পড়ছেন
হোম > জাতীয় >  জরুরি অবস্থার ৫০ বছর, সোশ্যাল মিডিয়ায় বড় পোস্ট মোদীর!

 জরুরি অবস্থার ৫০ বছর, সোশ্যাল মিডিয়ায় বড় পোস্ট মোদীর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ 18 তম লোকসভার দ্বিতীয় দিনের অধিবেশন। নতুন সাংসদরা শপথ গ্রহণ করছেন। আর তার মাঝেই সোশ্যাল মিডিয়ায় বড় পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে জরুরি অবস্থার ৫০ বছরের দিনে শ্রদ্ধা জানালেন তিনি।প্রসঙ্গত, গতকালই সংসদের প্রথম দিনের অধিবেশনে জরুরি অবস্থার কথা তুলে ধরে কংগ্রেস সহ বিরোধীদের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।

আর আজ সেই জরুরি অবস্থার ৫০ বছর। যেখানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নরেন্দ্র মোদী। যেখানে জরুরি অবস্থার সময় যে সমস্ত ব্যক্তিরা প্রতিবাদ জানিয়েছিলেন, তাদের শ্রদ্ধা জানিয়েছেন নমো। অর্থাৎ জরুরি অবস্থার সময়কে তুলে ধরে একদিকে বিরোধীদের চাপে রাখা এবং অন্যদিকে প্রতিবাদীদের শ্রদ্ধা জ্ঞাপন করে বড় মনোভাবের পরিচয় দিলেন প্রধানমন্ত্রী‌। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!