৬০ হাজার সংখ্যাটাই বলতে পারবেন না,মুকুলকে আক্রমণ খাদ্যমন্ত্রীর রাজ্য January 14, 2018 এদিন ফের মুকুল রায়কে আক্রমণ করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবরা পৌরসভার উদ্যোগে একটি উৎসবের আয়োজন করা হয়েছিল আর সেখানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আসন্ন নির্বাচনে তৃণমূল সন্ত্রাস করতে পারে আর সেই আশঙ্কা নিয়েই গতকাল নির্বাচন কমিশনের কাছে সাহায্য চান বিজেপি নেতা মুকুল রায়। আর এই নিয়েই এদিন মুকুলবাবুকে একহাত নিলেন জ্যোতিপ্রিয়বাবু। তিনি বলেন, মুকুল যতটা নয় তার চেয়ে বেশি নিজেকে ভাবতে শুরু করেছেন। মুকুল ৩ টে বুথের দায়িত্বপ্রাপ্ত লোক হয়ে ৬০ হাজার বুথের কথা ভাবছেন। ৬০ হাজার সংখ্যাটাই বলতে পারবেন না। ছয়ের পর কটা শূন্য হয় সেটাই মুকুল বলতে পারবেন না। ২ তারিখের পর মুকুল এসব বুঝতে পারবেন।পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলেন বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে নির্বাচনে মুকুলের কী প্রতিফলন হয় তা দেখতে পাবে বিজেপি। তার পর তিনি গিয়ে কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে নির্বাচন করবেন। বাড়ির কাছে ১০ কিলোমিটারের মধ্যে আগে কাজ করে দেখাক। মুকুল যেটা বলেন সেটা করেন না। আর যেটা করেন সেটা উনি বলেন না। এই নিয়ে মুকুলবাবুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো পর্যন্ত। আপনার মতামত জানান -