এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘কাঁটা দিয়ে কাঁটা তোলার’ ছকেই এবার বিজেপি বিধায়কের দাদাকে দিয়েই তাঁকে হারাতে চায় তৃণমূল – জেনে নিন বিস্তারিত

‘কাঁটা দিয়ে কাঁটা তোলার’ ছকেই এবার বিজেপি বিধায়কের দাদাকে দিয়েই তাঁকে হারাতে চায় তৃণমূল – জেনে নিন বিস্তারিত

লোকসভা ভোটে রাজ্যে বিজেপি ভালো ফলাফল করার পরই অনেক পৌরসভার রং সবুজ থেকে গেরুয়া হয়ে যেতে শুরু করে। তবে যে সমস্ত পৌরসভা গেরুয়া হয়ে গিয়েছিল, সেগুলো যাতে আবার সবুজের দখলে আনা যায়, তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল তৃণমূলও।

এক্ষেত্রে এবার বিজেপি পরিচালিত গারুলিয়া পৌরসভায় অনাস্থা আনতে চলেছে তৃণমূল। যেখানে অনাস্থার চিঠিতে ১২ জন তৃণমূলের কাউন্সিলার সই করেছেন। এমনকি আশ্চর্যজনক ভাবে সেই চিঠিতে সই করা রয়েছে বিজেপির বিধায়ক তথা চেয়ারম্যান সুনীল সিংয়ের দাদা চন্দ্রভান সিংয়েরও। আর তা নিয়েই এবার ছড়িয়ে পড়েছে জল্পনা। তাহলে কি ভাইকে চেয়ারম্যান পদ থেকে সরাতে দাদাকে দিয়ে সই করিয়ে সুনীল সিংকে কব্জা করতে চায় তৃণমূল!

তৃণমূলের দাবি, এখন শুধুই সময়ের অপেক্ষা। অনাস্থার তলবি সভায় পুরসভার বোর্ড পাল্টে যাবে। এই পৌরসভা তৃণমূলের দখলেই আসবে। অন্যদিকে এই ব্যাপারে বিজেপির বক্তব্য, বিজেপি ছেড়ে কয়েকজন যদি তৃণমূলে যেতে পারে। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে বেশি সময় লাগবে না। পুরবোর্ড বিজেপিরই থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই গাড়ুলিয়া পুরসভার মোট আসন ২১টি। একটি ওয়ার্ড বাদ দিয়ে প্রায় সবকটিতেই এখানে জয়ী হয়েছিল তৃণমূল। কিন্তু লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর অর্জুন সিংয়ের ভগ্নিপতি তথা বিধায়ক এবং এই পৌরসভার চেয়ারম্যান সুনীল সিং 12 জন তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বিজেপিতে যোগদান করেন। তবে এর কিছুদিন পরেই ‘ঘর ওয়াপসি’ হতে দেখা যায়।

গত সপ্তাহেই তৃনমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফেরেন সুনীল সিংয়ের দাদা চন্দ্রভান সিং। আর এই ঘরওয়াপসির ফলে এখন তৃণমূলের পক্ষে 12 জন কাউন্সিলর এবং বিজেপির পক্ষে 8 জন কাউন্সিলর রয়েছে। বস্তুত, সুনীল সিংয়ের দাদা চন্দ্রভান সিংয়ের ‘ঘর ওয়াপসি’ নিয়ে জল্পনা রয়েছে। চলতি মাসের প্রথম দিকে বিজেপি সাংসদ অর্জুন সিং আক্রান্ত হলে ওই ঘটনার দু’দিন পরই চন্দ্রভান সিংয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিস। এর পরেই তিনি তৃণমূলে ফেরার কথা ভাবেন। আর এই ক্ষেত্রে বিজেপির অভিযোগ, ভয় দেখিয়ে তাদের দলে আসা কাউন্সিলরদের নিজেদের দলে নিয়ে যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তৃণমূল যদি এই অনাস্থা পাস করতে সক্ষম হয়, তাহলেও এই গারুলিয়া পৌরসভার ক্ষমতার ভরকেন্দ্র সেই সিং পরিবারের হাতেই থাকার কথা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেননা এই গাড়ুলিয়া পুরসভার ৫ জন কাউন্সিলার সিং পরিবারের।

কিন্তু এই অনাস্থার ব্যাপারে কি বলছেন তৃনমূল কাউন্সিলররা! এদিন এই প্রসঙ্গে কাউন্সিলারদের নেতৃত্ব দেওয়া তৃণমূল নেতা সঞ্জয় সিং বলেন, “আমাদের দল ছেড়ে যাঁরা বিজেপিতে গিয়েছিলেন, তাঁদের মধ্যে কয়েকজন ফিরে এসেছেন। এখন আমরা সংখ্যাগরিষ্ঠ। তাই অনাস্থা জমা দেওয়া হল। এই পুরসভায় উন্নয়নমূলক কোনও কাজ হচ্ছে না। দিন দিন পরিষেবা খারাপ হয়ে যাচ্ছে। তাই কাউন্সিলাররা অনাস্থা এনেছেন।”

অন্যদিকে তৃণমূলের এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি বিধায়ক তথা গাড়ুলিয়া পুরসভার চেয়ারম্যান সুনীল সিং। এদিন তিনি বলেন, “অনাস্থা প্রস্তাব জমা পড়েছে শুনলাম। তবে এখনও সময় আছে। বিজেপি ছেড়ে তৃণমূলে গেলে, তৃণমূল ছেড়ে বিজেপি আসতেও সময় বেশি লাগবে না। অপেক্ষা করুন। অনাস্থার ভোটাভুটির দিন কী হয়।”

হ্যাঁ, এখন গাড়ুলিয়া পৌরসভায় অনাস্থার ভোটাভুটিতে কার হাতে সেই পৌরসভার ক্ষমতা থাকে! এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!