মোদীকে ‘মাত’ দিতে কেজরিওয়ালের নতুন ‘অস্ত্র’ রঘুরাম রাজন জাতীয় বিশেষ খবর November 9, 2017 আসন্ন রাজ্যসভা নির্বাচনে মাস্টারস্ট্রোক দিতে মরিয়া আম আদমি পার্টির সর্বেসর্বা অরবিন্দ কেজরিওয়াল। আগামী রাজ্যসভা নির্বাচনে আপ তিনজন সদস্যকে রাজ্যসভায় পাঠাতে পারবেন, আর তাই মোদীকে ‘মাত’ দিতে তার মধ্যে একটি আসনে প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজনের কথা ভেবেছে আম আদমি পার্টি। যে রাজনকে দ্বিতীয়বার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদে বসায়নি নরেন্দ্র মোদীর সরকার তাঁকেই রাজসভায় পাঠিয়ে চমক দিতে চান কেজরিওয়াল, রাজধানী দিল্লিতে এখন এটাই চর্চিত হচ্ছে বলে সূত্রের খবর। যদিও কেজরিওয়াল সরকার একসময় এই প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে আরএসএসের দালাল বলে কটাক্ষ করেছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, রাজনের মুখ থেকে বহুবার মোদী-সরকারের নীতির বিরুদ্ধে বক্তব্য শোনা গেছে। এমনকি বহু চর্চিত নোটবন্দি নিয়েও তিনি বিরুদ্ধ মত পোষন করেছেন। সেই পরিস্থিতিতে বর্তমানে শিকাগো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা রঘুরাম রাজনই মোদী সরকারের বিরোধিতার কথা সঠিকভাবে উচ্চকক্ষে পৌঁছে দিতে পারেন বলে মনে করে তাঁকে রাজি করানোর আপ্রাণ চেষ্টা চলছে। এখন দেখার এই সম্ভবনা কতটা বাস্তবের রূপ দেখে। আপনার মতামত জানান -