এখন পড়ছেন
হোম > অন্যান্য > কবে থেকে শুরু হবে শিশুদের টিকাকরণ? কেন্দ্রের টিকাকরনের দায়িত্বে থাকা বিশেষজ্ঞের বিশেষ ঘোষণা

কবে থেকে শুরু হবে শিশুদের টিকাকরণ? কেন্দ্রের টিকাকরনের দায়িত্বে থাকা বিশেষজ্ঞের বিশেষ ঘোষণা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি দেশে করোনার দ্বিতীয় ঢেউ অনেকটা স্তিমিত হয়ে এসেছে, কিন্তু এর মধ্যেই আশঙ্কা দেখা দিচ্ছে করোনার তৃতীয় ঢেউয়ের। করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের ব্যাপক পরিমাণে আক্রান্ত হবার আশঙ্কা করেছেন একাধিক বিশেষজ্ঞ। এই পরিস্থিতিতে শিশুদের দ্রুত টিকাকরনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও এখনো পর্যন্ত দেশে শিশুদের টিকাকরনের কাজ শুরু করা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে টিকাকরণের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের প্রধান ডঃ এন কে অরোরা জানালেন যে, আগামী সেপ্টেম্বর মাস থেকেই শিশুদের টিকাকরন শুরু হবে। জাইডাস ক্যাডিলার টিকা দিয়ে শুরু হবে ১২ থেকে ১৮ বছর বয়স্ক শিশুদের টিকাকরন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

টিকাকরণ সংক্রান্ত জাতীয় বিশেষজ্ঞ দলের প্রধান ডঃ এন কে অরোরা এ প্রসঙ্গে জানিয়েছেন যে, জাইডাস ক্যাডিলার তৈরি টীকা জাইকড ডি ১২ থেকে ১৮ বছর বয়স্কদের দেয়া হবে। ইতিমধ্যে দেশে জরুরী টিকা ব্যবহারের জন্য ড্র্যাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে আবেদন জানিয়েছে জাইডাস ক্যাডিলা। এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন যে, তিনি মনে করছেন, আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই ২-১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু হয়ে যাবে। তবে, ১২ থেকে ১৮ বছর বয়স্কদের উপরে জাইডাস ক্যাডিলার টিকা তার অনেক আগে থেকেই প্রয়োগ করা হবে। তিনি আরও জানিয়েছেন যে, কোভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল’ সেপ্টেম্বর মাসেই শেষ হয়ে যাবে।

প্রসঙ্গত, করোনার তৃতীয় ঢেউ আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। আর করোনার তৃতীয় ঢেউ সবচেয়ে বেশি আঘাত হানতে পারে শিশুদের উপরে। এই পরিস্থিতিতে শিশুদের দ্রুত টিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন একাধিক বিশেষজ্ঞ। ইতিপূর্বে শিশুদের উপরে কোভোভ্যাক্স টিকার দ্বিতীয় ও তৃতীয় ট্রায়ালের অনুমতি চেয়েছিল সেরাম ইনস্টিটিউট। তবে তাদের সে অনুমতি দেয়া হয়নি। এই পরিস্থিতিতে শিশুদের কবে থেকে দেওয়া হবে টিকা? তা নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। এই পরিস্থিতিতে ডঃ এন কে অরোরার এই বক্তব্য যথেষ্ট আশাপ্রদ। গতকাল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এ বিষয়টি জানিয়েছেন তিনি। করোনার তৃতীয়ত আসার পূর্বেই তা রোধ করতে আগাম প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!