এখন পড়ছেন
হোম > রাজ্য > কোনো অঙ্কই মিলছে না, আবার সেই পুরোনো ‘মহাস্ত্র’ প্রয়োগ করতে চলেছে বিজেপি?

কোনো অঙ্কই মিলছে না, আবার সেই পুরোনো ‘মহাস্ত্র’ প্রয়োগ করতে চলেছে বিজেপি?


চলতি বছরে দুটি উপনির্বাচন এবং এর মাঝে একটি বিধানসভা নির্বাচনে বিরোধী শিবিরের কাছে এই পরিমাণ নাকাল হতে হবে তা ধারণার বাইরে ছিলো গেরুয়া শিবিরের। নির্বাচনের ফলাফল প্রকাশের পরে বেশ কয়েকদিন কেটে গেলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে এখনও এই পরাজয়ের  কোনো সদুত্তর মেলেনি । উত্তর প্রদেশের দুটি উপনির্বাচনে পরাজয়ের জন্যে দলের অন্দরে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অথচ এই রাজ্যে গত লোকসভা নির্বাচনে মোট ৮০ টি আসনের মধ্যে ৭১ টি তে জয়লাভ করেছিলো বিজেপি। দেশের তথা উত্তর প্রদেশ রাজ্যের বর্তমান পরিস্থিতি দেখে দলের শীর্ষ নেতৃত্ব বেশ অনুমান করতে পারছে যে আসন্ন লোকসভা নির্বাচনে বিগত বছরের ফলাফল বজায় রাখা সম্ভব নয়।  দলের একটি অংশের মতে বিরোধী জোট কার্যকরী ভূমিকা নিলে দলের আসন ২৫-এ নেমে আসতে পারে। অবশ্য দলের শীর্ষ নেতাদের মতে এই রাজ্য থেকে কম করে ৫০ টি আসনে বিজেপির জয়লাভের সমূহ সম্ভবনা রয়েছে। কিন্তু এই সম্ভবনা বাস্তবায়নের কোনো সঠিক উপায় জানা নেই কারোরই। এখন রাম নামই হতে চলেছে একমাত্র পথ। উল্লেখ্য প্রবীণ তোগাড়িয়ার বহিঃস্কারের পরে চলতি মাসের শেষে দিল্লীতে বিশ্ব হিন্দু পরিষদের নতুন কমিটি বৈঠক আয়োজিত হতে চলেছে। এই বৈঠকে আগামী ছ’মাস রামমন্দির আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখা তৈরী হবে  বলে জানা যাচ্ছে। যদিও একদম সরাসরি রামমন্দির প্রসঙ্গে রাজনৈতিক ভেদাভেদ দলের পক্ষে ইতিবাচক হবে কিনা সেই বিষয়ে ধন্দে রয়েছে গেরুয়া শিবির। গত পাঁচ বছর আগে সাফল্য আনা পরিকল্পনা আসন্ন লোকসভা নির্বাচনে কতটা ফলপ্রসু হবে সেই বিষয়েও দলের অন্দরে সংশয় দেখা দিচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!