এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কোচবিহারের সভার পরেই চাপে পড়লেন মমতা, সোচ্চার কেন্দ্রীয় মন্ত্রী!

কোচবিহারের সভার পরেই চাপে পড়লেন মমতা, সোচ্চার কেন্দ্রীয় মন্ত্রী!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার দিয়ে নিজের প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই প্রচার থেকে প্রধানমন্ত্রী এবং কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে কটাক্ষ করেছেন তিনি। নাম না করে নিশীথ প্রামাণিককে গুন্ডা বলে আক্রমণ করতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। আর এই পরিস্থিতিতে কোচবিহারের সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়েই এবার প্রশ্ন তুলে দিলেন সেই নিশীথ প্রামানিক।

প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী যে ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, আমি তার থেকে বয়সে ছোট হলেও যে ভাষায় আমাকে আক্রমণ করেছেন, তা দুর্ভাগ্যজনক। উনি হয়তো সংবিধানে কি বলতে হয়, কি বলা উচিত, সেটা ভুলে গিয়েছেন। পশ্চিমবঙ্গের গণতন্ত্র যেভাবে ধুলুন্ঠিত হচ্ছে, তার বিরুদ্ধে আমরা নিজেদের লড়াই চালিয়ে যাব।”

একাংশ বলছেন, উত্তরবঙ্গে যে তৃণমূলের পরিস্থিতি খুব একটা ভালো নয়, তা ভালই উপলব্ধি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে ক্রমাগত বিজেপির সমর্থন বাড়ছে। তাই কোচবিহার দিয়ে নিজে নির্বাচনে প্রচার শুরু করার পাশাপাশি প্রধানমন্ত্রী এবং কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীকে একাধিক বিষয়ে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর সেই কটাক্ষকে প্রশ্নের মুখে ফেলে দিয়ে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন নিশীথ প্রামাণিক বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!