এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লক্ষীর ভান্ডার নিয়ে এবার যুগান্তকারী ঘোষণা মুখ্যমন্ত্রীর, দীপাবলির আগেই হাসি চওড়া আমজনতার

লক্ষীর ভান্ডার নিয়ে এবার যুগান্তকারী ঘোষণা মুখ্যমন্ত্রীর, দীপাবলির আগেই হাসি চওড়া আমজনতার


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – মুখ্যমন্ত্রীর ঘোষিত জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষীর ভান্ডার প্রকল্প। লক্ষীর ভান্ডার প্রকল্পের কথা বিধানসভা নির্বাচনের ইশতেহারে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের দ্বারা রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে ৫০০ টাকা, তপশিলি জাতি ও উপজাতি ভুক্ত মহিলাদের মাসে ১০০০ টাকা করে অর্থ সাহায্যের ঘোষণা করা হয়। এবার লক্ষীর ভান্ডার নিয়ে একটি তাৎপর্যপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এতদিন পর্যন্ত লক্ষীর ভান্ডারে নাম নথিভুক্ত করতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড থাকা আবশ্যক ছিল। তবে, পরে কিছুটা ছাড় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যেখানে জানানো হয়েছিল, কোন পরিবারে যদি ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ৩ জন মহিলা থাকেন, আর তাদের নামে যদি স্বাস্থ্যসাথী কার্ড নাও থাকে, সে ক্ষেত্রে অভিভাবকের নামে থাকা স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, এবার এ বিষয়ে একটি বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানানো হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, তপশিলি জাতি ও উপজাতির সার্টিফিকেট যদি নাও থাকে, তাহলেও লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করার আবেদন করা যাবে। তবে পরবর্তীকালে সেই মহিলা এই সমস্ত কার্ড পাওয়ার যোগ্য কিনা? তার বিচার করে, তবেই তাকে লক্ষীর ভান্ডারের অর্থ দেওয়া হবে।

এভাবেই লক্ষীর ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করা আরো অনেক সহজ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, সরকারি হিসাব অনুযায়ী, রাজ্যের এক কোটিরও বেশি মহিলার একাউন্টে লক্ষীর ভান্ডারের টাকা পৌঁছে গেছে। লক্ষীর ভান্ডারে নাম নথিভুক্ত করা বাকি মহিলাদের একাউন্টেও দ্রুত অর্থ পৌঁছে যাবে বলে, জানা যাচ্ছে। আর এই প্রকল্পে ইতিমধ্যে রাজ্য সরকারের খরচ হয়েছে ১০৮২ কোটি টাকা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!