এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের হতে চলেছে বাম- কং জোট, কংগ্রেস নেতার মন্তব্যে জল্পনা তুঙ্গে

ফের হতে চলেছে বাম- কং জোট, কংগ্রেস নেতার মন্তব্যে জল্পনা তুঙ্গে

মহেশতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরে কংগ্রেসের গলায় আক্ষেপের সুর। কংগ্রেস দলের তরফ থেকে জানানো হয়েছে বামেদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন তাঁরা অসমর্থ হয়েছে। উল্লেখ্য দক্ষিণ ২৪ পরগণা জেলার এই বিধানসভা উপ নির্বাচনে কংগ্রেস দলের পক্ষ থেকে কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তারা এই কেন্দ্রে বাম প্রার্থীকে সমর্থন করেছে । এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, “আমরা বাম সমর্থিত প্রার্থীকে সমর্থন করেছি। বিষয়টা একটু দেরি হয়েছে। তবে একমাত্র জাতীয় কংগ্রেস ও বাম দলগুলির মধ্য দিয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলন সম্ভব। আমাদের লড়াই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে। তবে এটা ঠিক উপনির্বাচনে যতটা বামেদের সঙ্গে সমন্বয় সাধনের প্রয়োজন ছিল, ততটা হয়নি। এখন আমরা আবার নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছি, তার বড় প্রকাশ আগামী ২৪ ঘন্টার মধ্যেই হবে। আমাদের উদ্যোগ খুব শীঘ্রই ফলপ্রসূ হতে চলেছে।” অবশ্য কংগ্রেসের এই মন্তব্য বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বললেন , “ওরা কী ভাবছে, এ ব্যাপারে আমি কী বলব? ওদের পরে হয়তো এ রকম কিছু মনে হতেই পারে।” একই সঙ্গে তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত কংগ্রেসের কাছ থেকে জোটের বিষয়ে কোনও প্রস্তাব আসেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!