এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লজ্জা লাগে না ভাইপোর? নির্বাচন কমিশনে হাজারও অভিযোগ! ঘুচে গেল ডায়মন্ড মডেল!

লজ্জা লাগে না ভাইপোর? নির্বাচন কমিশনে হাজারও অভিযোগ! ঘুচে গেল ডায়মন্ড মডেল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  ডায়মন্ডহারবার মডেল নিয়ে অনেক বড় বড় দাবি করেছিলেন তৃণমূলের যুবরাজ। কিন্তু সেখানে কতটা ভালোভাবে ভোট হয়, কতটা বিরোধীরা প্রার্থী দিতে পারে, তা তো সকাল থেকে যে খবর আসছে, সেখানেই স্পষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বিরোধী দলের এজেন্টদের ভয় দেখানো থেকে শুরু করে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে। আর এবার যে ডায়মন্ড মডেল নিয়ে বড় বড় দাবি করেন তৃণমূলের যুবরাজ, তাকে কার্যত লজ্জায় ফেলে দিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনে যতগুলো অভিযোগ জমা পড়েছে এই ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র নিয়ে, তাতে লজ্জা লাগা উচিত তৃণমূলের বলেই দাবি করছে বিরোধীরা।

সূত্রের খবর, বেলা 11:30 পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন লোকসভা কেন্দ্র নিয়ে বিভিন্ন অভিযোগ জমা পড়েছে। যেখানে শুধুমাত্র ডায়মন্ডহারবার নিয়েই প্রায় 646 টি অভিযোগ জমা পড়েছে বলে খবর। স্বাভাবিক ভাবেই যখন ঘড়ির কাঁটায় সাড়ে এগারোটা বাজে, তখন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে এত অভিযোগ নির্বাচন কমিশনের কাছে পড়ার ফলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরোধীরা দাবি করছে যে, এতেই তো স্পষ্ট হয়ে যাচ্ছে, ভাইপোর সাধের ডায়মন্ড হারবার মডেল কিরকম! আসলে মুখেই বড় বড় কথা বলেন ভাইপো। নির্বাচন কমিশনের কাছে যত অভিযোগ জমা পড়েছে, তারপর অন্তত এখানকার বিদায়ী সাংসদ হিসেবে তার লজ্জা পাওয়া উচিত বলেই দাবি করছে বিরোধীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!