প্রয়াত প্রাক্তন বিধায়ক, শোকের ছায়া রাজনৈতিক মহলে বিশেষ খবর রাজ্য January 22, 2018 বেহালা পশ্চিম কেন্দ্রের দীর্ঘদিনের সিপিএম বিধায়ক নির্মল মুখোপাধ্যায় গতকাল রাত্রে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯৭৭ সালে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে জিতে প্রথমবারের জন্য বিধানসভায় পা রাখেন। তারপর থেকে ২০০১ সাল পর্যন্ত তিনিই টানা বিধায়ক হয়েছেন ওই কেন্দ্র থেকে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। তিনি মারানোত্তর দেহদানের অঙ্গীকার করে গেছেন। আপনার মতামত জানান -