এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লজ্জা লাগে না? চোপড়ার ঘটনার পরেও অনুশোচনা নেই তৃণমূল বিধায়কের! আজব সাফাই!

লজ্জা লাগে না? চোপড়ার ঘটনার পরেও অনুশোচনা নেই তৃণমূল বিধায়কের! আজব সাফাই!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- চোপড়ায় এত বড় ঘটনা ঘটে গেল, তারপরেও সকলে সমালোচনা করলেও তৃণমূলের বিধায়ক আবার বড় বড় গলায় দাবি করছেন, এমনটা হয়ে থাকতেই পারে। গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করলেও তা যেন নাম মাত্র। বরঞ্চ তিনি এমন একটা ভাব দেখাচ্ছেন যে, সেই সালিশি সভায় যেভাবে দুইজনকে মারধর করা হয়েছে, তাতে খুব একটা অন্যায় তিনি দেখতে পাচ্ছেন না।

প্রসঙ্গত, চোপড়ার ঘটনা নিয়ে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। যেখানে পরকীয়া সম্পর্কে কারণে দুই ব্যক্তিকে সালিশি সভা ডেকে বেধড়ক মারধর করা হয়েছে। এমনকি তাদের আর্থিক জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ। স্বাভাবিক ভাবেই সেই চিত্র সামনে আসার পরেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। আর সেই ঘটনা নিয়ে চোপড়ার তৃণমূল বিধায়ককে প্রশ্ন করতেই তিনি আজব সাফাই দেন। তার বক্তব্য যে, সালিশি সভা ডেকে এটা করা হয়েছে। গ্রামবাসীরা এটা মেনে নিতে পারেননি। তাই তারা এটা করেছেন। অর্থাৎ তৃণমূলের এই বিধায়ক কোথাও যেন একটা এই সালিশি সভায় যেভাবে মারধর করা হয়েছে, তাকে সমর্থন করলেন।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, কি করে একজন জনপ্রতিনিধি এই ধরনের কথা বলতে পারেন? এ কোন রাজ্যে বাস করছি আমরা? যেখানে আইন হাতে তুলে নেবে কিছু লোক! তারা যাকে খুশি মারধর করবে, আর তাকে সমর্থন করবেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা! আসলে তৃণমূল মনে করে, তারা যেটা করবে, সেটাই আইন। তাই এই ধরনের মধ্যযুগীয় বর্বরতা এখন রাজ্যের মাটিতে দেখতে পাওয়া যাচ্ছে বলেই দাবি রাজনৈতিক সমালোচকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!