এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লোকসভা ভুলে মমতার হ্যাটট্রিকের লক্ষ্যে নতুন করে আগাগোড়া ঢেলে সাজছে তৃণমূল, সঙ্গে কড়া বার্তা

লোকসভা ভুলে মমতার হ্যাটট্রিকের লক্ষ্যে নতুন করে আগাগোড়া ঢেলে সাজছে তৃণমূল, সঙ্গে কড়া বার্তা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস আশানুরূপ ফল লাভ করতে পারে নি। তাই আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে ভোটকুশলী প্রশান্ত কিশোরকে রাজ্যে নিয়ে আসে শাসক দল। আগামী বিধানসভা নির্বাচনে শাসক দলকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পিকের পরামর্শমতো দলের সাংগঠনিক রদবদলের কাজ চলছে পুরোদমে।

তৃণমূল দলের কর্মী সদস্যদের প্রতি দলের শীর্ষ নেতারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে, সবাইকে একসঙ্গে নিয়ে জোট বদ্ধ ভাবে চলতে হবে। শীর্ষ নেতৃত্বের তরফ থেকে জেলা ও ব্লক নেতৃত্বকে জানানো হয়েছে যে, এক মুহূর্ত সময় নষ্ট না করে আগামী নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়তে। সেই সঙ্গে দলের বুথ সংগঠনের দিকে মনোনিবেশ করার নির্দেশ দেয়া হয়েছে। জেলা কমিটির রদবদলের কাজ চলছে। বিভিন্ন জেলার ব্লক এবং ওয়ার্ড সভাপতিদের নামের তালিকা প্রকাশের কাজ চলছে। এই তালিকা প্রকাশের পূর্বে প্রতিটি জেলার সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট জেলার শাসকদলের চেয়ারম্যান, সভাপতি, কো-অর্ডিনেটর ও যুব সভাপতিকে তলব করা হচ্ছে কলকাতায়। যাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সেইসঙ্গে ভোট কুশলী প্রশান্ত কিশোর।

গত শুক্রবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলার জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা চালালেন শাসকদলের শীর্ষ নেতৃত্বের। গতকাল শনিবার আলোচনা চললো উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জেলার জেলাস্তরীয় নেতাদের সঙ্গে। এই বৈঠকে ব্লক বা ওয়ার্ড সভাপতিদের নামের একটি তালিকা এই জেলাগুলো থেকে পাঠানো হয়েছে। সে বিষয়ে দলের শীর্ষ নেতারা সংশ্লিষ্ট জেলা গুলির সভাপতি ও অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, জেলার ব্লক সভাপতির তালিকা প্রকাশ করা হয়েছে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে। এর সঙ্গে সঙ্গেই কলকাতা উত্তরের ৬০ টি ওয়ার্ডের সভাপতির নাম ঘোষণা করে দেয়া হয়েছে। যেখানে ১১ টি ওয়ার্ডে সভাপতি বদল করা হয়েছে। চলতি মাসের মধ্যেই সমস্ত জেলার তালিকা প্রকাশ করা হবে বলে শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে।

দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। কোন রকম গোষ্ঠী বাজি, দলবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না। সবাইকে মনে রাখতে হবে যে, দল একটাই সেই দলকে শক্তিশালী করার সংকল্প নিতে হবে সকলকে। গতকালের এই বৈঠকের প্রশান্ত কিশোর বক্তব্য রেখেছিলেন। তিনিও সমস্ত জেলা পরিদর্শন করবেন বলে এক তৃণমূল নেতা জানালেন। অন্যদিকে আজ রবিবার ফালাকাটা একটি বিশেষ দলীয় বৈঠক করতে চলেছেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি উত্তরবঙ্গে কিছুটা দুর্বল হয়ে পড়েছে শাসকদলের সংগঠন। এ কারণেই দলের সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ কালে নিশ্চেষ্ট ভাবে ঘরে বসে না থেকে দলের সংগঠনের কাজে স্বাস্থ্যবিধি মেনেই ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। শুধুমাত্র প্রচার বা পথসভা বা প্রচার নয় সরকারের উন্নয়নকে সকলের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!