এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > লোকসভায় বিজেপির ঝড়ে কুপোকাত, বিধানসভায় তৃণমূল মন্ত্রীর ভরসা একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি

লোকসভায় বিজেপির ঝড়ে কুপোকাত, বিধানসভায় তৃণমূল মন্ত্রীর ভরসা একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে বাংলার রাজনৈতিক দলগুলির। একে অপরকে টেক্কা দেওয়ার জন্য নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হচ্ছে। তবে রাজ্যের শাসক দল তৃণমূল উন্নয়নকে হাতিয়ার করে একুশের বিধানসভা নির্বাচন জয়ের চেষ্টায় নেমেছে। সেক্ষেত্রে গেরুয়া শিবির কিন্তু স্পষ্টতই ঘোষণা করছে, তৃণমূলের আমলে কোনরকম উন্নয়ন হয়নি। অন্যদিকে উত্তরবঙ্গের দখল ফিরে পেতে উঠে পড়ে লেগেছে তৃণমূল শিবির। এবং আসন্ন বিধানসভা নির্বাচনে সবথেকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে চলেছে কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র।

কারণ এই কেন্দ্র থেকে বিজয়ী হয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রবীন্দ্রনাথ ঘোষ। খুব স্বাভাবিকভাবে এই আসনটির দিকে নজর রয়েছে বিরোধীদেরও। ইতিমধ্যেই শোনা যাচ্ছে, এই এলাকায় বাঁধ নির্মাণ যেমন হয়েছে, তেমনই রাস্তা, সেতু, কালভার্ট, মার্কেট, খেলার মাঠ হয়েছে। কিন্তু বিরোধীরা পাল্টা প্রচার চালাচ্ছে, কোচবিহারে যেসব প্রতিশ্রুতি হওয়ার কথা ছিল, তার কিছুই হয়নি। এ প্রসঙ্গে বিজেপির কোচবিহার জেলার অন্যতম সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী জানিয়েছেন, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে উল্লেখযোগ্য উন্নয়ন কিছুই করেনি। তৃণমূল সরকার এখানে না আছে এখানে কোনো বড় অডিটোরিয়াম, আর না আছে এখানে কোনো বড় প্রেক্ষাগৃহ।

বিজেপির দাবি, প্রতিশ্রুতি পালন করেনি তৃণমূল সরকার। পাশাপাশি সঞ্জয় চক্রবর্তী জানিয়েছেন, এলাকায় কোন খেলার মাঠ নেই। পার্ক নেই, মার্কেট নেই, বড়সড় মার্কেট নেই। অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এলাকার উন্নয়ন হয়েছে। সে সম্পর্কে তিনি খতিয়ান দিয়ে জানান, এলাকায় নদী বাঁধ নির্মাণ থেকে সেতু নির্মাণ হয়েছে। মার্কেট, রাস্তা, কালভার্ট প্রভৃতি হয়েছে। এমনকি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে ইঞ্জিনিয়ারিং কলেজ পর্যন্ত গড়ে উঠেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের 10 টি গ্রাম পঞ্চায়েতের হেডকোয়ার্টার তুফানগঞ্জ। অন্যদিকে 6 টি অঞ্চলের হেডকোয়ার্টার কোচবিহার সদর। এই দু’জায়গাতেই অডিটোরিয়াম রয়েছে বলে জানিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। তাই সেক্ষেত্রে বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন দাবী করে পাল্টা অভিযোগ করে তিনি বলেন, পৌনে দু বছর হল কেন্দ্রে বিজেপি ক্ষমতায় এসেছে নতুন করে। সাত বছর ধরে কেন্দ্রীয় সরকার রয়েছে। তাঁরা বাংলার জন্য এখনো পর্যন্ত কি করেছে বলে প্রশ্ন তোলেন তৃণমূল বিধায়ক।

গত বিধানসভা নির্বাচনে নাটাবাড়ি কেন্দ্র থেকে রবীন্দ্রনাথ ঘোষ প্রায় 16 হাজারের বেশি ভোটে জয়লাভ করেছিলেন। কিন্তু লোকসভা নির্বাচনে এই নাটাবাড়ি কেন্দ্র থেকে বিজেপি পেয়েছিল লিড। সেই অনুযায়ী এবার এখানে ভোট হবে। সব মিলিয়ে গেরুয়া শিবির যেরকম লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিধানসভা নির্বাচন জেতার লক্ষ্যে অটল, ঠিক সেরকমই উন্নয়নের প্রতিশ্রুতিকে হাতিয়ার করে রাজ্যের শাসক দল তৃণমূল নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র জিতে নেওয়ার অপেক্ষায়। তবে সাধারণ মানুষের ভোটব্যাঙ্ক কার দিকে আসে, সেদিকেই এখন লক্ষ্য সবার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!