এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা ভোটের দামামা কি বেজে গেলো, প্রশাসনিক ভবনের তৎপরতা ঘিরে জল্পনা

লোকসভা ভোটের দামামা কি বেজে গেলো, প্রশাসনিক ভবনের তৎপরতা ঘিরে জল্পনা

সপ্তদশ লোকসভা নির্বাচনের অপেক্ষায় গোটা দেশ আর তার ফলেই ঠিক হবে দেশের নতুন প্রধানমন্ত্রী। কার হাতে থাকবে দেশের রাশ ? এই নিয়ে রাজনৈতিক দলের মধ্যে চাপানউতোরেরও শেষ নেই।
আমজনতার মধ্যেও এই নিয়ে কৌতূহলের শেষ নেই।

আর এদিন উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর প্রশাসনিক ভবনে যে বিশেষ তত্‍পরতা দেখা গেলো তাতে বলতেই হয় যে যে লোকসভা ভোটার দামামা বেজে গেলো যদিও এখনো ভোট হতে মাস ছয়েক বাকি রয়েছে তবুও একথা বলা ছাড়া উপায় নেই। কেননা পৌরসভা নির্বাচনের কথা থাকলেও আপাটাও সেই নির্বাচন এখন হচ্ছে না।

এদিন জানা গেলো যে, বারাকপুর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণের জন্য বরাদ্দ নতুন ইভিএম এবং ভিপি প্যাট মেশিন এসে পৌঁছে গিয়েছে বারাকপুর শাসনিক ভবনে। যেহেতু বারাকপুর লোকসভা কেন্দ্রে মোট ৩৫৬০টি বুথ রয়েছেতাই সেই মতো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ৩৬০০টি ইভিএম এবং ভিপি প্যাট মেশিন পাঠানো হয়েছে। হায়দরাবাদ থেকে আসা এই সমস্ত ইভিএম এবং ভিপি প্যাট মেশিন খুলে পরীক্ষা করে দেখবেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে পাঠানো ইঞ্জিনিয়াররা।এমনটাই জানা গেছে।

জানা যাচ্ছে যে, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের ইতিমধ্যেই অনুরোধ করা হয়েছে তাঁরা যেন প্রশাসনিক ভবনে উপস্থিত থেকে মেশিন ব্যাবহারের পদ্ধতি বুঝে নেন। পাশাপাশি মেশিনগুলির কার্যকারিতাও দেখে নেন।

এই বিষয়ে বারাকপুরের মহকুমা শাসক আবুল কালাম আজাদ ইসলাম এর বক্তব্য অনুযায়ী, এক সপ্তাহ ধরে ফার্স্ট লেবেল ইভিএম এবং ভিপি প্যাট মেশিন পরীক্ষার কাজ চলবে। সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা যাতে নতুন এই ইভিএম এবং ভিপি প্যাট যন্ত্রের ব্যাবহারের বিষয়টি বুঝে নেওয়ার জন্য সব রাজনৈতিক দলগুলোকে মেশিন খোলার সময় উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -
ভোটার নিজের ভোটটি সঠিক জায়গায় দিয়েছেন কি না তা ভোট দেওয়ায় পর ভিপি প্যাট মেশিনের সাহায্যে নিজেরাই বুঝতে পারবেন। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই চলছে ইভিএম এবং ভিপি প্যাট মেশিন পরীক্ষার কাজ বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!