এখন পড়ছেন
হোম > রাজ্য > জঙ্গলমহল পরিত্যাগ করেছে বলেই কি ছুটে এসেছেন পার্থ চ্যাটার্জী ঘুরিয়ে প্রশ্ন বিশ্বপ্রিয় রায়চৌধুরীর

জঙ্গলমহল পরিত্যাগ করেছে বলেই কি ছুটে এসেছেন পার্থ চ্যাটার্জী ঘুরিয়ে প্রশ্ন বিশ্বপ্রিয় রায়চৌধুরীর


ঝাড়্গ্রাম জেলার লালগড়ে বাস দুর্ঘটনায় আহত মানুষজনকে দেখতে এদিন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হলেন বিজেপির রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, বিজেপির রাজ্য সম্পাদক শ্যামাপদ মণ্ডল সহ জেলার অনেক শীর্ষ সারির নেতা। হাসপাতালে গিয়ে আহতদের সাথে বাক্যালাপ ছাড়াও হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন বিশ্বপ্রিয়বাবু। হাসপাতালের বাইরে এসে রাজ্য বিজেপির এই নেতা বাস দুর্ঘটনা প্রসঙ্গে জানালেন দুর্ঘটনা বেদনাদায়ক । বাসচালকের বেপরোয়াভাবে বাস চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি খবর পেয়েছেন । তবে তিনি বিষয়টা নিয়ে একটু খতিয়ে দেখতে আগ্রহী। হাসপাতালে ভর্তি আহত বাসযাত্রীদের চিকিৎসার গাফিলতির কথাও একইসাথে তুলে ধরলেন তিনি। বিজেপি এই নেতা জানালেন হাসপাতালে ভর্তি অনেকেরই সিটি স্ক্যান হয়নি। তিনি সেগুলি করার জন্যে কর্তব্যরত চিকিৎসকদেরও নির্দেশ দিয়েছেন বলে জানালেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিশ্বপ্রিয়বাবু আরও বললেন, “আজ আমার খুব ভালো লাগল। আমি একেবারে টাটকা চুনের গন্ধ পেলাম। শুনলাম এখানে মন্ত্রী (পার্থ চট্টোপাধ্যায়) আসছেন। মন্ত্রীর হঠাৎ এত দয়া ! এরকম দুর্ঘটনা অনেক জায়গায় ঘটে। মন্ত্রীকে কোথাও দেখিনি। দিদির কাছের ভাই হঠাৎ এখানে ছুটে এলেন ? কারণ, তাঁরা জেনে গেছেন, জঙ্গলমহল তাঁদের পরিত্যাগ করেছে। আর সহানুভূতির জন্য আজ তিনি ওখানে গেছেন। এরকম ঘটনা প্রতিদিন আকছার ঘটছে। বিজেপির গোটা শক্তি নিয়ে আমরা এখানে উপস্থিত হই। রাজনীতি করার জন্য নয়। পরিষেবার জন্য এসেছি। কিন্তু, ওনারা আজ রাজনীতি করার জন্য এখানে আসছেন। তবে, আমি বলব, পালা করে দিদির ভাইরা হাসপাতালে যান। তাহলে হাসপাতাল পরিষ্কার, পরিচ্ছন্ন থাকবে।” এদিন বিজেপি নেতার হাসপাতাল পরিদর্শনের অল্প সময়ের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই দুর্ঘটনা পীড়িত মানুষজনের সাথে কথা বলে নিজের প্রতিক্রিয়া জানিয়ে পার্থবাবু বললেন, “আমি হাসপাতালে এলাম দুর্ঘটনায় আহতদের দেখতে। এখানে প্রায় ৩০ জনের উপর ভরতি রয়েছেন। এক বৃদ্ধা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তাঁরও চিকিৎসা চলছে। অনেকেই সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকরা বলছেন, চিন্তার কোনও কারণ নেই।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!