এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা নির্বাচন নিয়ে অমিত শাহকে বিশেষ বার্তা মদন মিত্রের, বাড়ছে জল্পনা

লোকসভা নির্বাচন নিয়ে অমিত শাহকে বিশেষ বার্তা মদন মিত্রের, বাড়ছে জল্পনা

এককালে তৃণমূলের হেভিওয়েট নেতা তথা মন্ত্রী ছিলেন তিনি। কিন্তু সারদা কাণ্ডের জেরে সিবিআইয়ের কোপ পড়ে বেশ কিছুদিন জেলে থাকতে হয় তাকে। তবে কথায় আছে, রাজনীতিতে সময়ের উত্থান-পতন হওয়াটাই নাকি স্বাভাবিক। আর তাইতো জামিন পেয়েও বেশ কিছুদিন নিঃসঙ্গ হয়ে থাকলেও সম্প্রতি ফের রাজনীতির ময়দানে নেমেছেন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র।

এমনকি শুধু রাজনীতির ময়দানে নামাই নয়, বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদেও সরব হয়েছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, সারা দেশে বিজেপি বিরোধিতায় বর্তমানে প্রধান মুখ তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে সমস্ত বিরোধী দলকে এক করতে আগামী 19 শে জানুয়ারি কলকাতায় ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে সেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আর যাকে কেন্দ্র করে বর্তমানে বিভিন্ন জেলায় চলছে জোর প্রচার।

সূত্রের খবর , গত বৃহস্পতিবার সেই 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে একটি জনসভার আয়োজন করে বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস। আর তামলিবাঁধের এই জনসভায় উপস্থিত হন তৃণমূলের হেভিওয়েট নেতা মদন মিত্র। তবে শুধু মদনবাবুই নন, এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি অরূপ খাঁ, জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, প্রাক্তন সভাধিপতি অরূপ চক্রবর্তী সহ একাধিক নেতা ও কর্মীরা।

আর এখানেই বক্তব্য রাখতে উঠে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একহাত নেন মদন মিত্র। সিবিআই, স্বচ্ছভারত নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করার পাশাপাশি আগামী ডিসেম্বরে এই রাজ্যে বিজেপির রথযাত্রার প্রসঙ্গে তিনি বলেন, “এখানে বিজেপি রথযাত্রা রাস্তায় নেমে রুখতে হবে।” এমনকী বিজেপির এই রথ যেখানেই যাবে সেখানেই দাঙ্গা হবে বলে আশঙ্কা প্রকাশ করেন মদন মিত্র।

পাশাপাশি 22 মাস শুধুমাত্র প্রভাবশালীর তকমা দিয়ে সিবিআইকে ব্যবহার করে তাকে আটকে রাখা হয়েছিল বলেও এদিন গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগেন এই তৃণমূল নেতা। অন্যদিকে এদিন এই জনসভা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এর উদ্দেশ্যে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মদন মিত্র বলেন, “অমিতবাবুর ক্ষমতা থাকলে আগামী লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে আমার সঙ্গে লড়ে দেখাক। 3 লক্ষ্য ভোটে না হারাতে পারলে তিরুপতি মন্দিরে মাথা কামিয়ে দেব।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর এখানেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা, তাহলে কি আগামী লোকসভা নির্বাচনে বাংলার যে কোন একটি আসন থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মদন মিত্র? ফের কি ভোটের ময়দানে নামবেন তিনি? জল্পনা তুঙ্গে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!