এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দুর্গা-মাকে বিশ্বজনীন করতে মুখ্যমন্ত্রীর স্বপ্নের কার্নিভালে রেকর্ড বিদেশী, থাকছে বিশেষ ব্যবস্থা

দুর্গা-মাকে বিশ্বজনীন করতে মুখ্যমন্ত্রীর স্বপ্নের কার্নিভালে রেকর্ড বিদেশী, থাকছে বিশেষ ব্যবস্থা

গঙ্গার ঘাটে বিসর্জন ও সেই বিসর্জনের কার্নিভাল বরাবরই নজরকারে বিশ্ববাসীর।
বিসর্জনের সময় ‘ডিজে’ বা তারস্বরে মাইক বাজানোয় ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। একইভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিভিন্ন জেলার ব ক্ষেত্রেও। বিসর্জনের সময় যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, সে ব্যাপারে সদা সতর্ক থাকছে পুলিশ। আজ, দশমী থেকে ২২ অক্টোবর পর্যন্ত ধার্য করা হয়েছে প্রতিমা বিসর্জনের দিন। পুলিশের আশা, রীতি মেনে দশমীর দিনই বাড়ির পুজোগুলির বিসর্জন হয়ে যাবে। তবে যেহেতু ২০ তারিখ শনিবার তাই নিরঞ্জনের পথে বারোয়ারি পুজো কমিটিগুলিও খুব একটা আগ্রহী হবে না। সেক্ষেত্রে ২১ ও ২২ তারিখই বেশিরভাগ প্রতিমা বিসর্জন হবে।

২৩ অক্টোবর রেড রোডে অনুষ্ঠিত হবে পুজো । সেখানে কলকাতা ও শহরতলি মিলিয়ে মোট ৭৫টি প্রতিমা বিশেষ শোভাযাত্রায় অংশ নেবে। সেই প্রতিমাগুলি শোভাযাত্রার পরই গঙ্গার ঘাটে নিজেদের মতো করে বিসর্জন দেবে কমিটির সদস্যরা। বিশ্ব বাংলা শারদ সম্মানের শিরোপা পাওয়া পুজো কমিটিগুলি মূলত রেড রোডের কার্নিভালে অংশ নেবে। উল্লেখ্য, এবারের কার্নিভালকে কেন্দ্র করে বিদেশের প্রতিনিধিদের মধ্যেও ব্যাপক উত্‍সাহ লক্ষ করা যাচ্ছে। কার্নিভালে যোগ দেওয়ার জন্য বিদেশি কনসালগুলির সঙ্গেও যোগাযোগ রাখছেন অনেক বিদেশি প্রতিনিধি।নবান্ন সূত্রে খবর,অনেকেই কলকাতায় আসতে চেয়ে আবেদন করছেন । নবান্নের রাজ্য প্রশাসনের কর্তারা জানিয়েছেন, কলকাতায় অবস্থিত কনসালগুলির প্রধানরা রাজ্যকে এমন আগ্রহের বিষয়ে জানিয়েছ।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

কলকাতা পুরসভার পক্ষ থেকেও বিসর্জন উপলক্ষে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এবার জলদূষণ রোধে গঙ্গার পাশাপাশি বড় পুকুর, ঝিল ও সরোবরে ফুল, বেলপাতা বা অন্য সামগ্রী যাতে কোনও পুজো কমিটি না ফেলে তার জন্য অফিসার ও কর্মীদের নিযুক্ত করা হচ্ছে। এমনকি এবিষয়ে সচেতনতা আনতে মাইকের মাধ্যমে প্রচারও চালানো হবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে ২৪টি ঘাটে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। ঘাটগুলিতে থাকছে লঞ্চ, ডুবুরি। বিসর্জনের কথা মাথায় রেখে রিভার ট্রাফিক পুলিশ বিষেশ নজরদারি করবে। প্রতিটি ঘাটে সিসি টিভি থাকবে। ওয়াচ টাওয়ারের মাধ্যমেও সবরকম নাশকতা রোখার চেষ্টা করা হবে। নজরদারিতে থাকবেন বিপর্যয় মোকাবিলা বাহিনির সদস্যরাও। কলকাতা পুলিশের বক্তব্য, বাড়ি ও বারোয়ারি মিলিয়ে শহরে প্রায় চার হাজারের কাছাকাছি পুজো হয়। কলকাতা পুরসভা রিভার ট্রাফিক পুলিশের সাহায্যে গঙ্গা দূষণ ঠেকাতে জালের ব্যবস্থা করারও চিন্তাভাবনা করেছে। মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, “পুরসভার প্রায় পঁাচশো কর্মী গঙ্গার ঘাটে মোতায়েন থাকবেন। ৪৫টি গাড়ি ২৪ ঘণ্টা কাজ করবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!