এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি নেতাকে ফের তৃণমূলে ফেরার আবেদন মুখ্যমন্ত্রীর, কি প্রতিক্রিয়া বিজেপি নেতৃত্বের?

বিজেপি নেতাকে ফের তৃণমূলে ফেরার আবেদন মুখ্যমন্ত্রীর, কি প্রতিক্রিয়া বিজেপি নেতৃত্বের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পালকে ফোন করে তাঁকে তৃণমূলে প্রত্যাবর্তনের অনুরোধ জানান। মুখ্যমন্ত্রীর অনুরোধ তাঁর হয়ে তিনি প্রচার করুন, তাঁকে সাহায্য করুন তিনি। এরপর মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা প্রলয় পালের কথোপকথনের অডিও ক্লিপ আজ সামনে আনেন বিজেপি নেতৃত্ব। যদিও এটির সত্যতা যাচাই করে দেখা, আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু এই অডিও ক্লিপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা প্রলয় পালের কথা শোনা যাচ্ছে। এটি সামনে আসতেই তীব্র অস্বস্তি বেড়েছে তৃণমূলের।

আজ গনমাধ্যমের সামনে বিজেপি নেতা শিশির বাজোরিয়া জানালেন যে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি নন্দীগ্রামের ঢুকতে পারছেন না। তাহলে এবার তাঁর বিদায় নেওয়া উচিত। এই অডিও ক্লিপের ব্যাপারটি তিনি নির্বাচন কমিশনের কাছে জানাবেন। বিজেপি নেতা আরও জানালেন যে, মুখ্যমন্ত্রী বলেছেন পুরোনো দলে ফিরে আসতে। এই ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্ষা চেয়েছেন বিজেপি নেতার কাছে। এতেই পরিষ্কার যে, আগামী ২ রা মে কী ফল হতে যাচ্ছে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানালেন যে, এর মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর দেউলিয়াপনা প্রকাশ পেয়ে যাচ্ছে। তিনি যে হেরে যাচ্ছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আজ গণ মাধ্যমে বক্তব্য রেখেছেন, রাজ্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, বাংলার রাজনীতিতে অনেক কিছু দেখেছেন তিনি, ভাল-মন্দ অনেক কথা শুনেছেন তিনি। কিন্তু এরকম কলঙ্কময় ঘটনা এর আগে তিনি কখনও দেখেননি। এটা অত্যন্ত নিম্নমানের রাজনীতি।

তিনি জানান, বাংলার রাজনীতিতে নকশাল আন্দোলন হয়েছে, ৩৪ বছরের বাম শাসন দেখেছেন তাঁরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০ বছরের শাসন দেখেছেন। কিন্তু, এমন জিনিস আগে কখনো হয়নি। তিনি জানালেন মুখ্যমন্ত্রী সবাইকে মীরজাফর, বিশ্বাসঘাতক বলে থাকেন। তবে, তিনি যা করেছেন, সেটা কি বিশ্বাসঘাতক বানানোর চেষ্টা নয়?

আবার, এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানালেন যে, এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হয়নি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফোন করে থাকেন, তাতে অন্যায় কোন কিছু দেখছেন না তিনি। মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের পুরনো এক তৃণমূল কর্মীকে ফোন করেছেন, তা তিনি করতেই পারেন। এতে অসুবিধে কোথায়? অন্যদিকে এ বিষয়ে কোন বক্তব্য রাখতে চাননি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!