বর্ধমানে ভাঙছে তৃণমূল, বিজেপিতে যোগ তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য-সহ পাঁচ শতাধিক কর্মীর বর্ধমান রাজ্য April 21, 2019 এককালের বামেদের গড় বর্ধমানে বামেদের নিশ্চিহ্ন করে নিজেদের আধিপত্য গড়ে তুলেছিল ঘাসফুল শিবির।আর এখন বলাই যায় যে বর্ধমানও তৃণমূলের অন্যতম শক্ত ঘাঁটি। আর এবার সেই শক্তঘাঁটিতেই থাবা বসলো গেরুয়া শিবির। জানা যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা এদিন বর্ধমানের কেতুগ্রামে সভা করতে যান আর সেখানেই তাঁর হাত ধরে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য বন্দনা মুখোপাধ্যায় ও মথুরা তিওয়ারি -সহ পাঁচ শতাধিক কর্মী বিজেপিতে যোগ দেন। তবে এদিন যে শুধু তৃণমূলের ঘড়ি ভেঙেছেন তা নয়, সিপিআইএম ,ও কংগ্রেসের ঘরেও হানা দিয়েছেন তিনি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিন বিজেপি নেতা রাহুল সিনহা দাবি করেন যে আর কয়েকদিনের মধ্যেই আরো লোক যোগ দেবেন বিজেপিতে। সাথেই তৃণমূলকে বিঁধে দাবি করেন যে , দুর্নীতিতে ভোরে গেছে তৃণমূল যে কারণে তৃণমূল কংগ্রেস ভিতরে ভিতরে ফোঁপরা হয়ে যাচ্ছে। আর তাই তৃণমূল কংগ্রেসের পরিচিত মুখ-রা দল ছেড়ে বিজেপিতে আসছেন। এদিকে এই যোগদানের ফলে কিছুটা হলেও এগিয়ে গেলো তারা বলে মত বিজেপির। অন্যদিকে তৃণমূলের দাবি তাদের কোনো নেতা কর্মী বিজেপিতে যায়নি। আপনার মতামত জানান -