এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনের প্রথম দিনেই উজাড় করে ভোট দিলেন বঙ্গবাসী

নির্বাচনের প্রথম দিনেই উজাড় করে ভোট দিলেন বঙ্গবাসী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ থেকে শুরু হল বিধানসভা নির্বাচন। এখনো চলছে ভোটগ্রহণপর্ব। আজ একেবারে উজাড় করে ভোট দান করতে দেখা যাচ্ছে রাজ্যবাসীকে। বিকেল পাঁচটা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদানের হার হলো ৭৭.৭৯ শতাংশ, যা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। আজ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ও পূর্ব মেদিনীপুরের মোট ৩০ টি আসনে ভোটগ্রহণ চলছে। মোট ১৯১ জন প্রার্থী আজ নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

আজ রাজ্যের মোট ৭০৩৪ টি ভোট গ্রহণ কেন্দ্রতে ভোট চলছে। নিরাপত্তা জন্য মোতায়েন করা হয়েছে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আবার ১২ হাজার রাজ্য পুলিশও মোতায়েন করা হয়েছে। আজ যে জেলাগুলিতে ভোটগ্রহণ হলো, তার মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরে বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৮২.৫১ শতাংশ।

পশ্চিম মেদিনীপুরে বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৮০.১২ শতাংশ, পুরুলিয়ায় বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৭৭.০৭ শতাংশ, বাঁকুড়ায় বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৭৯.৯০ শতাংশ, ঝাড়গ্রামে বিকেল পাঁচটা পর্যন্ত ৮০.৫৫ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে গড়বেতাতে বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে সর্বাধিক। যা হলো ৮২.৩৭ শতাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথম দফা নির্বাচনে তৃণমূলের ভালো ফল হবে বলে আশাবাদী তৃণমূল শিবির। এ প্রসঙ্গে একটি টুইট করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ট্যুইট করে তিনি জানিয়েছেন যে, আজ যে ৩০ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে। গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে তাদের ১০ টি কেন্দ্রে তৃণমূল, ২০ টি কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু এখন বিভিন্ন জায়গা থেকে যে খবর আসছে, তাতে পুরো পরিস্থিতি অন্যরকম লাগছে, নির্বাচনের শুরুটা ভালই হয়েছে।

অন্যদিকে আজ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছিলেন। আজ কাঁথিতে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলা সহ বেশ কিছু ঘটনার কথা কমিশনের কাছে তাঁরা জানিয়েছেন। পরবর্তী নির্বাচনে কমিশনকে আরও সতর্ক পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন তাঁরা। সেইসঙ্গে তাঁরা নির্বাচন কমিশনকে জানিয়েছেন যে, আজকের ভোটে নির্বাচন কমিশন যে ভূমিকা গ্রহণ করেছে, তাতে তাঁরা খুশি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!