এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > প্রিয়বন্ধু মিডিয়ার দাবিকে মান্যতা দিয়ে মহেশতলায় তৃণমূল প্রার্থী হতে চলেছেন এই ‘হেভিওয়েট’

প্রিয়বন্ধু মিডিয়ার দাবিকে মান্যতা দিয়ে মহেশতলায় তৃণমূল প্রার্থী হতে চলেছেন এই ‘হেভিওয়েট’

প্রায় একমাসেরও আগে, গত ২৫ শে ফেব্রুয়ারী প্রিয়বন্ধু মিডিয়ার তরফেই সর্বপ্রথম দাবি করা হয়, মহেশতলার তৃণমূল কংগ্রেস বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুতে শূন্য হওয়া আসনে প্রার্থী হতে চলেছেন তাঁর কন্যা, তথা কলকাতার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের পত্নী রত্না চট্টোপাধ্যায়। আর এবার প্রিয়বন্ধু মিডিয়ার সেই দাবিকে মান্যতা দিয়ে আসন্ন মহেশতলা উপনির্বাচনে প্রার্থী হতে চলেছেন সেই রত্না চট্টোপাধ্যায়ই।

আরও পড়ুন: এবার কি বিধানসভায় আসতে চলেছেন মেয়র-পত্নী রত্না চট্টোপাধ্যায়?

তৃণমূল সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রত্না চট্টোপাধ্যায়ের নামে শিলমোহর দিয়েছেন। ফলে মহেশতলার টিকিট পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেলেন রত্নাদেবী বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও, এই খবরে খুব একটা খুশি নন শোভনবাবুর শিবিরের লোকেরা, কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মনস্থির করে ফেলেছেন রত্নাদেবীর নামেই। উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেই তৃণমূল কংগ্রেসের তরফে সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করে দেওয়া হবে বলে সূত্রের খবর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!